প্রতিবছর সম্ভাব্য মাস্টার্স শিক্ষার্থীদের জন্য নেদারল্যান্ডস ওয়ার্ল্ড সিটিজেন ট্যালেন্ট স্কলারশিপ-২০২৩  বৃত্তি দিয়ে থাকে। এটি পাঁচ হাজার ইউরোর তিনটি (এককালীন) বৃত্তি। বৃত্তিসংক্রান্ত কমিটি আবেদনকারী শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া সব প্রবন্ধ মূল্যায়ন করে  তিনজন শিক্ষার্থীকে নির্বাচন করে।

সুবিধাগুলো:

l৫ হাজার ইউরো সমমানের বৃত্তি।

lনেদারল্যান্ডসের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ।

lমাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নের  সুযোগ।

যোগ্যতা:

lনেদারল্যান্ডসের বাইরে থেকে আসা এবং নেদারল্যান্ডসে বসবাস করেন না এমন প্রার্থী হতে হবে।
lপ্রথমবারের জন্য হেগ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সে নথিভুক্ত হচ্ছেন এমন প্রার্থী।
lআগে কখনও এই বৃত্তির জন্য আবেদন করেননি এমন প্রার্থী।
lআসন্ন শিক্ষাবর্ষের জন্য ৩১ মার্চ বা তার আগে তাঁদের নির্বাচিত প্রোগ্রামে যোগদানের জন্য শর্তসাপেক্ষে গৃহীত হয়েছেন এমন প্রার্থী।

আবেদনের প্রক্রিয়া :

ধাপ-১
অনলাইন অ্যাপ্লিকেশন টুল ব্যবহার করে আপনার পছন্দের মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করুন।
ধাপ-২
সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি নিয়ে আপনাকে একটি প্রবন্ধ লিখতে হবে। প্রবন্ধ লেখার বিস্তারিত নির্দেশিকা পেতে ভিজিট করুন   https://www.thuas.com/sites/hhs/files/images/world-citizen-talent-scholarship.pdf    
ধাপ-৩
masters-admission@hhs.nl এ ই-মেইল অ্যাড্রেসে আপনার প্রবন্ধ জমা দিন। প্রবন্ধে আপনার নাম এবং স্টুডেন্ট নম্বর লিখুন। ই-মেইলের বিষয়ের ঘরে ডব্লিউসিটিএস ও আপনার স্টুডেন্ট নম্বর লিখুন।