ফরিদপুরে বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় উপস্থাপনরে জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । বৃহস্পতিবার বিকালে ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়ামের এই ভাষণ প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই ভাষণ উৎসবের বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করবেন তিনি।

প্রতিযোগিতার বিদেশি ভাষাগুলো হলো, ইংরেজি, স্প্যানিস, ফ্রেন্চ, জাপানি, চাইনিজ, হিন্দি, আরবি ও মান্দাবী। এই বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, ৭ মার্চ বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবময় দিন। এ দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এই ঘোষণার মধ্য দিয়ে বাঙালি জাতি তাদের স্বাধীনতার পথ নির্দেশিকা পেয়ে যায়।

তিনি বলেন, জাতির পিতার এই ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্বের গুরুত্বপূর্ণ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই কারণে এই আয়োজন করা হয়েছে। আমরা চাই নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণের প্রতি আরো বেশি মনোযোগী হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।