- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- দুবাই ফেরত তরুণের কাছে মিলল ৩২টি স্বর্ণের বার
দুবাই ফেরত তরুণের কাছে মিলল ৩২টি স্বর্ণের বার

স্বর্ণের বারসহ আটক যাত্রী। ছবি-সমকাল
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় চার কেজি।
বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই যাত্রী।
আটক যাত্রী হলেন-মোহাম্মদ জিয়া উদ্দিন (২৫)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাসিন্দা।
কাস্টমস গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, জিয়া উদ্দিন প্যান্ট, জুতা এবং পায়ুপথে স্বর্ণের বারগুলো নিয়ে আসেন। উদ্ধার হওয়া ৩২টি স্বর্ণের বারের মোট ওজন ৩ কেজি ৭২৮ গ্রাম। স্বর্ণালঙ্কারসহ ৩ কেজি ৮২৭ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য তিন কোটি ২১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা।
চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাইফুর রহমান জানান, বাংলাদেশ বিমানের ২৮-বি আসনের যাত্রী ছিলেন জিয়া। কাস্টমস গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে চিহ্নিত করে। ইমিগ্রেশন শেষ হওয়ার পর তাকে হেফাজতে নিয়ে তল্লাশি করে প্যান্টের ভেতর থেকে ১৫টি ও জুতার ভেতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া পেটের ভেতরে করে আরও স্বর্ণের বার আনার তথ্য দেয়। এক্সরে রিপোর্টে তার সত্যতা মিলে। পরে পায়ুপথের মাধ্যমে আনা আরও ৯টি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া তার শরীরে আরও ৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন