- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- উইকেট পেলেও যে কারণে উদযাপন করেন না হাসান
উইকেট পেলেও যে কারণে উদযাপন করেন না হাসান
-samakal-641c5f108c43b.jpg)
ছবি: ইউসুফ আলী (সিলেট থেকে)
তৃতীয় ওয়ানডেতে আইরিশদের ব্যাটিং লাইনআপ একাই গুড়িয়ে দেন ২৩ বছর বয়সী পেসার হাসান মাহমুদ। উইকেটের মিছিলে তার সঙ্গে যোগ দেন তাসকিন এবং এবাদত। তিন পেসারের তোপে ১০১ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর ফেলে টাইগাররা।
এদিন ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। দুর্দান্ত বোলিংয়ের কারণে ম্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতে। যথারীতি সংবাদ সম্মেলনে অধিনায়কের সঙ্গে যোগ দেন হাসান। ৩২ রান খরচায় পাঁচ উইকেট নেয়া এই পেসার জানালেন, 'প্রথমত বলবো এটা আমার প্রথম পাঁচ উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে। ঘরোয়াতেও পাঁচ উইকেট পাওয়া হয়নি। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ। আমাদের যে পেস বোলাররা আছে, তারা গত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করছি। আমাদের অ্যালান ডোনাল্ড আছেন, তার সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে সবার। চেষ্টা করছি নিজেদের উন্নতি করার।'
নরম স্বভাবের মানুষ হাসান মাহমুদ। চারিত্রিকভাবে অন্তর্মুখী বিধায় খুব বেশি কথাও বলেন না। দুর্দান্ত সব বলে আইরিশদের একের পর এক উইকেট শিকার করলেও নির্লিপ্ত ছিলেন তিনি। কোনো ব্যাটারকে আউট করেই উদযাপন করতে দেখা গেল না হাসান মাহমুদকে। শুধু এই ম্যাচই নয়, স্বাভাবিকভাবে কখনোই উদযাপন করতে দেখা যায় না তাকে। ম্যাচ শেষে অবশ্য এর দারুণ এক ব্যাখ্যা দিয়েছেন হাসান, 'বিশেষ কিছু না এমনি। ব্যাটসম্যানকে আউট করে সেলিব্রেশন করলে মনে হয় ওর আরেকটু মন খারাপ করবে, তাই সেলিব্রেট করি না।'
হাসানের আগে ১১ জন বাংলাদেশি এক দিনের ক্রিকেটে এক ইনিংসে কমপক্ষে পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন। হাসানের ওয়ানডে অভিষেক হলো বেশি দিন হয়নি। ২০২১ সালের জানুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। সে থেকে এখন পর্যন্ত আট ম্যাচে অংশ নিয়েছেন হাসান। যেখানে তার মোট উইকেট ১৩টি। বোলিং ইকোনমি ৫.৫৯। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২ রান দিয়ে ৫ উইকেট নেওয়াই তার সেরা ওয়ানডে বোলিং।
মন্তব্য করুন