- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- সিরিজ হেরে হতাশ আয়ারল্যান্ড অধিনায়ক
সিরিজ হেরে হতাশ আয়ারল্যান্ড অধিনায়ক

আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বার্লবির্নি
দ্বিতীয় ম্যাচটি বৃষ্টি কারণে পরিত্যক্ত না হলে আইরিশদের কপালে জুটত হোয়াইটওয়াশের লজ্জা। তবে দাপটের সঙ্গেই সিরিজ জিতেছে স্বাগতিক বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইরিশদের উড়িয়ে প্রথমবার ১০ উইকেটের জয় পেল বাংলাদেশ দল। এর আগে সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ১৮৩ রানে জয়ের কীর্তি গড়েছিল টাইগাররা। পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ম্যাচে দলীয় রেকর্ড রান (৩৪৯) করে বাংলাদেশ।
এমনভাবে সিরিজ হেরে হতাশ আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বার্লবির্নি। হতাশা প্রকাশ করে তিনি বলেন, 'আমরা জানতাম এটা কঠিন হবে। আমরা খুবই হতাশ আমাদের পারফরম্যান্স নিয়ে। আমার মনে হয় না এটা রিফ্ল্যাক্ট করে কীভাবে আমরা এই ফরম্যাট খেলি। কিন্তু একইসঙ্গে দেখায় যদি ব্যাটিংয়ে আপনার ডিফেন্স ভালো না হয়, ক্যাচ উঠবেই। আমরা এখানে ভালো ক্রিকেট খেলা ও প্রতিদ্বন্দ্বীতা করার আশা নিয়ে এসেছিলাম।'
আয়ারল্যান্ড অধিনায়ক বলছিলেন, 'আমি আগেও যেটা বলেছি, এটা দেখিয়েছে যে সাম্প্রতিক অতীতে যে ক্রিকেট খেলেছি, সেটা খেলিনি আমরা। আর বাংলাদেশ অসাধারণ একটা সিরিজ কাটিয়ে এসেছে। যদিও সিলেটে এর আগে খেলিনি, কিন্তু ভালো খেলে এসেছিলাম। আমাদের শুরুতেই ধাক্কা দিতে হতো, সেটা করতে পারিনি।'
যদিও বাংলাদেশের বিপক্ষে বড় আশা নিয়ে এসেছিল আইরিশ দল, 'এটা লজ্জার, কারণ এই ফরম্যাটে বড় আশা নিয়ে এসেছিলাম। কিন্তু এটাই ক্রিকেট। আমাদের খুঁজে বের করতে হবে কীভাবে আরও ভালো করা যায়।'
মন্তব্য করুন