- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- হজের টাকা জমা নেয় এমন শাখা শনিবার খোলা
হজের টাকা জমা নেয় এমন শাখা শনিবার খোলা

হজের টাকা জমা নেয়– এমন ব্যাংক শাখা আগামী শনিবার খোলা রাখতে হবে। আর হজ নিবন্ধনের শেষ দিন আগামী ২৭ মার্চ অফিস সময় শেষেও প্রয়োজনে খোলা থাকবে। গতকাল এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জানা গেছে, অনেক বেশি খরচের কারণে পাঁচ দফা সময় বাড়িয়েও হজ নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। এর আগে বিভিন্ন সময়ে প্রথম দফার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিবন্ধন শেষ হয়। এবার একলাফে খরচ অনেক বাড়িয়ে হজে যেতে প্রায় ৭ লাখ টাকা জমা দিতে হচ্ছে। মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ রয়েছে। গত ২১ মার্চ পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ১৫ হাজার ৪৬৯ জন। তবে বিভিন্ন পক্ষের সমালোচনার মধ্যে হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সাপ্তাহিক ছুটির দিন আগামী শনিবার হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা, উপশাখা সীমিতসংখ্যক লোকবল নিয়ে খোলা রাখতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখতে বলা হয়েছে। এ ছাড়া ২৭ মার্চ প্রয়োজনে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারের অর্থ পরিশোধের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
মন্তব্য করুন