- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- রওশনপন্থী শাহাবুদ্দিন বাচ্চুকে প্রার্থী ঘোষণা, কাদেরপন্থীদের নাকচ
রাজশাহী সিটি নির্বাচন
রওশনপন্থী শাহাবুদ্দিন বাচ্চুকে প্রার্থী ঘোষণা, কাদেরপন্থীদের নাকচ

জাতীয় পার্টির একাংশের সংবাদ সম্মেলন
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ এখনো নীরব থাকলেও জাতীয় পার্টির একাংশ হঠাৎ সংবাদ সম্মেলন করে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। তারা রওশন এরশাদপন্থী নেতা শাহাবুদ্দিন বাচ্চুকে দলীয় প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। তবে অন্য অংশ তা নাকচ করে দিয়েছে। শনিবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীর নাম ঘোষণা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন। এ সময় দলটির একাংশের নেতারা উপস্থিত ছিলেন।
ইকবাল বলেন, জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। আগামী সিটি করপোরেশন নির্বাচনেও তারা অংশগ্রহন করবেন। দলের হাই কমান্ড থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী রাজশাহী মহানগর ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুদ্দিনকে মেয়র প্রার্থী করতে বলা হয়েছে।
শাহাবুদ্দিন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ব্যক্তিগত ও আন্তর্জাতিক উপদেষ্টা। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-৩ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন।
সংবাদ সম্মেলনে শাহবুদ্দিন বলেন, ‘জনসাধরণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, এজন্য জাতীয় পার্টি এবার রাজশাহী সিটি নির্বাচনে মাঠে থাকবে।’ তিনি বলেন, ‘দলের হাইকমান্ডের নির্দেশে সংবাদ সম্মেলন করে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। দল তাকে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত থাকতে বলেছে। ঈদের পর নির্বাচনী গণসংযোগ শুরম্ন করবেন। মেয়র নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত রেখে এ নগরীকে ঢেলে সাজাতে কাজ করবেন। তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টি একটাই আছে। আপাতত একটু সমস্যা চলছে। এটা ঠিক হয়ে যাবে। আমরা সবাই এক সঙ্গে কাজ করবো।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম পল্টু, মহানগর আহবায়ক কমিটির সদস্য সেলিম হোসেন, মিলন হোসেনসহ জেলার সবগুলো ইউনিটের আহবায়ক।
এ বিষয়ে জানতে চাইলে জিএম কাদেরপন্থী অংশের রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির রাজশাহীর নেতাকর্মীদের সঙ্গে বাচ্চুর কোনো সম্পর্ক নাই। তিনি রওশন এরশাদপন্থী নেতা। এখন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার নেতৃত্বে জাতীয় পার্টি চলছে। সিটি নির্বাচন নিয়ে তিনি এখনো কোন নির্দেশনা দেননি। আগামী সিটি নির্বাচনে আমি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছি।’
আগামী জুনে রাজশাহী সিটির নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থীতা নিয়ে মুখ খোলেনি। বিএনপি বর্তমানে কোনো নির্বাচনেই অংশ নিচ্ছে না।
মন্তব্য করুন