- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে উঠে পড়ল যুবক
সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে উঠে পড়ল যুবক

সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভের পাদদেশে ফায়ার সার্ভিসের গাড়ি। ছবি- সংগৃহীত
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুজন মিয়া কাচের ওই টাওয়ার বেয়ে উঠে পড়েন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তাকে শাহবাগ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, সুজন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারে ওঠেন। ১৫০ ফুট উচ্চতা ও ১৬ ফুট প্রস্থের টাওয়ারের প্রায় মাঝামাঝি পর্যন্ত ওঠেন তিনি। ফায়ার সার্ভিস রাত সাড়ে ১০টার দিকে তাকে নামিয়ে আনে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ্ বলেন, উপরে ওঠার পর ওই যুবক গ্লাস খুলে ফেলে। এ সময় একটি গ্লাস নিচে পড়ে যায়। এতে বিকট শব্দ হলে আশেপাশের লোকজন গিয়ে সেখানে জড়ো হয়।

পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যায়। এরপর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। পরে ফায়ার সার্ভিস এসে ওই যুবককে নামিয়ে আনে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সুজন মিয়ার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। পেশায় মোটর মেকানিক সুজনের বসবাস ঢাকায়। তবে তিনি কী কারণে টাওয়ারে উঠেছিলেন তা এখনও জানা যায়নি।
গ্লাস টাওয়ার থেকে নামিয়ে আনার পর সুজনকে শাহবাগ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহ।
মন্তব্য করুন