- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- জলবায়ু খাতে এডিবির নতুন অর্থায়ন কর্মসূচি
জলবায়ু খাতে এডিবির নতুন অর্থায়ন কর্মসূচি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন অর্থায়ন কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ইনোভেটিভ ফ্যাইন্যান্স ফ্যাসিলিটি ফর ক্লাইমেট ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (আইএফ-সিএপি) নামে এ কর্মসূচির সুফল পাবে বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলো।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইঞ্চনে এডিবির বার্ষিক সভায় সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া এ কর্মসূচি চালুর ঘোষণা দেন।
এডিবির প্রেসিডেন্ট বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলার যুদ্ধে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো সামনের সারিতে আছে। গত ১২ মাসে জলবায়ু পরিবর্তনজনিত ঘটনায় বোঝা যায় যে, সমস্যার গভীরতা যেমন বাড়ছে তেমনি ঘনঘন তা ঘটছে। তাই এখনই আমাদের এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে।’
মন্তব্য করুন