- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- পরিস্থিতি বদলাতে সরকারকে উচ্ছেদের বিকল্প নেই: বাম জোট
পরিস্থিতি বদলাতে সরকারকে উচ্ছেদের বিকল্প নেই: বাম জোট

এই সরকারকে উচ্ছেদের লক্ষ্যে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার রাজধানীর পল্টন মোড়ে জোটের বিক্ষোভ সমাবেশে নেতারা বলেছেন, দুঃশাসনে দেশের জনগণ এক দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে দিনাতিপাত করছে। এই পরিস্থিতি বদলাতে সরকারকে উচ্ছেদের বিকল্প নেই।
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো, সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা, গ্রাম-শহরের শ্রমজীবী মানুষকে রেশন দেওয়া এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়।
বাম জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্কসবাদী) নেতা মানস নন্দী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। পরিচালনা করেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জামান লিপন। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য এস এম এ সবুর।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ এবং সরকারের দুঃশাসনের অবসানের দাবিতে বাম জোট ছাড়াও বাংলাদেশ জাসদ ও ঐক্য ন্যাপ সোমবার যুগপৎভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
মন্তব্য করুন