- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- হঠাৎ করোনা বেড়ে এক দিনে শনাক্ত ৬১
হঠাৎ করোনা বেড়ে এক দিনে শনাক্ত ৬১

ফাইল ছবি
দেশে ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে কারও মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৯২৯টি নমুনা পরীক্ষায় এসব নতুন রোগী শনাক্ত হয়। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ২৮ রোগী। দিনে শনাক্তের হার ৬ দশমিক ৫৭ শতাংশ।
আগের দিন যা ছিল ৪ দশমিক ৩১ শতাংশ। নতুন আক্রান্তদের নিয়ে দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৮৯৮ জন হয়েছে। মৃতের সংখ্যা রয়েছে অপরিবর্তিত, ২৯ হাজার ৪৪৬ জন। সর্বশেষ গত ২৮ মার্চ দেশে করোনায় একজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।
গত এক দিনে শনাক্ত রোগীদের ৫৭ জনই ঢাকার বাসিন্দা। বাকি চারজন সিলেটের।
মন্তব্য করুন