- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি আরও মানবিক সরকার
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি আরও মানবিক সরকার

প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি আরও মানবিক হতে বাজেটে কিছু ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বিশেষত প্রতিবন্ধীদের যাতায়াতের সহজ ব্যবস্থা না থাকলে অতিরিক্ত কর দিতে হবে। আবার প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের চাকরি দিলে মিলবে করছাড়। তাঁদের করমুক্ত আয় সীমাও বাড়ানো হয়েছে।
এ বছরের অর্থ বিলে প্রস্তাব করা হয়েছে– কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা এনজিওতে সেবা গ্রহণের উদ্দেশে প্রতিবন্ধীদের উপযোগী যাতায়াতের ব্যবস্থা এবং আইনি বিধান অনুযায়ী সেবা প্রদানের উপযুক্ত ব্যবস্থা না রাখলে ২০২৩ অর্থবছর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রযোজ্য করের অতিরিক্ত হিসাবে আরও ৫ শতাংশ কর দিতে হবে।
তবে কোনো করদাতা প্রতিষ্ঠান কর্মরত মোট জনবলের কমপক্ষে ১০ শতাংশ বা কমপক্ষে ২৫ জন প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে নিয়োগ দিলে প্রযোজ্য করের ওপর ৫ শতাংশ বা তাঁদের প্রদত্ত মোট বেতনের ৭৫ শতাংশের মধ্যে যেটি কম, সে পরিমাণ অর্থ কর রেয়াত পাবে।
প্রতিবন্ধী ব্যক্তির করদাতা পিতামাতা বা আইনগত অভিভাবকের করমুক্ত আয়সীমা প্রযোজ্য সীমা থেকে ৫০ হাজার টাকা করে বাড়িয়ে হিসাবের সুযোগ আছে। নতুন অর্থবিলে এ সুযোগ বহাল রাখা হয়েছে।
গত বছর প্রথমবারের তৃতীয় লিঙ্গের আয়কর দাতার করমুক্ত আয় সীমা সাড়ে তিন লাখ টাকা ঘোষণা করেছিল সরকার। এ বছর তা আরও বাড়িয়ে পৌনে পাঁচ লাখ টাকা করেছে। প্রতিবন্ধীদের করমুক্ত আয় সীমা সাড়ে চার লাখ টাকা থেকে পৌনে পাঁচ লাখ টাকা করা হয়েছে।
/ওয়াইএ/
মন্তব্য করুন