- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি-ফোকাস বাংলা)
ঢাকা জেলা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার ট্রাক স্ট্যান্ডের উত্তর পাশে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে। বাংলাদেশ আজকে যে গণতান্ত্রিক ধারা অর্জন করতে পেরেছে সেখানে আওয়ামী লীগসহ আমাদের সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা গণতন্ত্র অর্জন করতে পেরেছি। যার ফলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’
/ওআর/
মন্তব্য করুন