- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- পাঁচ হাজার সম্পত্তি বিনিময় মামলা নিষ্পত্তির অপেক্ষায়: ভূমিমন্ত্রী
পাঁচ হাজার সম্পত্তি বিনিময় মামলা নিষ্পত্তির অপেক্ষায়: ভূমিমন্ত্রী

জাতীয় সংসদ অধিবেশন (ফাইল ফটো)
সংসদে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানান, দেশে বর্তমানে ৫ হাজার ২৬৫টি সম্পত্তি বিনিময় মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে মৌলভীবাজারে সর্বোচ্চ ১ হাজার ২৮৫ মামলা চলছে। এ ছাড়া সারাদেশে বর্তমানে নদী সিকস্তি জমির পরিমাণ ৩ লাখ ৯১ হাজার ২৮৪.৩৪৪৩ একর। এ জমির জন্য কোনো খাজনা আদায় করা হয় না। সরকারদলীয় এমপি হাজী সেলিমের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
ভূমির যেসব সুবিধা পাওয়া যায় অনলাইনে
জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইনে শতভাগ হোল্ডিং ডাটা এন্টি, শতভাগ ই-নামজারি আবেদন গ্রহণ ও ই-নামজারি কার্যক্রম নিস্পত্তি, ভূমি রেকর্ড ডিজিটাইজেশনের আওতায় অনলাইনে খতিয়ান সরবরাহ, অনলাইনে জলমহাল ইজারা কার্যক্রম নিস্পত্তি ইত্যাদি সুবিধা শতভাগ অনলাইনে করা যাবে। এর আগে বিকাল পাঁচটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে স্থিতি ১ হাজার ৪৩৫ কোটি ৯০ লাখ
জাতীয় পার্টির এমপি মসিউর রহমান রাঙ্গাঁর প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের বর্তমান স্থিতির পরিমাণ ১ হাজার ৪৩৫ কোটি ৯০ লাখ ৮৯ হাজার টাকা। এ তহবিলে বরাদ্দকৃত অর্থ এবং প্রাপ্ত সুদ দ্বারা গত এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৬৬৯ কোটি ৬ লাখ ৩২ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে সরকারি ৮৫৬টি এবং বেসরকারি ৬১টিসহ মোট ৯১৭টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হলো, নদীর তীর সংরক্ষণ, বেড়িবাঁধ নির্মাণ,পুনর্নির্মাণ, সাইক্লোন সেল্টার ইত্যাদি। তিনি বলেন, চলতি বছরের এপ্রিল পর্যন্ত সরকারি ৪৮৬টি এবং বেসরকারি ৫৭টিসহ ৫৪৩টি প্রকল্প শেষ হয়েছে। সরকারি ৩৭০টি প্রকল্প চলমান রয়েছে।
মন্তব্য করুন