- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- ‘গ্রিন অস্কার’ পেল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
‘গ্রিন অস্কার’ পেল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

আন্তর্জাতিক লাইভকম অ্যাওয়ার্ডের ২১তম আসরে ‘ব্রোঞ্জ পদক’ পেয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিবেশ-প্রতিবেশের ওপর জোর দিয়ে বাসযোগ্য নগরী গড়ার অগ্রগতি বিবেচনায় এ স্বীকৃতি দেওয়া হয়েছে। পুরস্কারটিকে ‘গ্রিন অস্কার’ হিসেবে বিবেচনা করা হয়।
আন্তর্জাতিক পুরস্কার লাইভকম ১৯৯৭ সালে প্রবর্তন করা হয় এবং এটি বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর মধ্যে অন্যতম। সংস্থাটির এবারের আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় গত ৩০ মে থেকে ২ জুন ইউরোপের মাল্টার রাজধানী ভ্যালেট্টায়।
বাংলাদেশের প্রথম নগরী হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এই আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে।
নাসিকের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্দেশনায় নারায়ণগঞ্জ নগরীর গণপরিসর উন্নয়ন, শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্তকরণ ও ক্ষমতায়ন, স্বাস্থ্যসম্মত জীবনব্যবস্থা এবং টেকসই নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ে নাসিকের কার্যক্রম জুরিদের সামনে উপস্থাপন করা হয়। এ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন ইকলি প্রজেক্ট অফিসার পরিকল্পনাবিদ দীপক ভৌমিক।
পুরস্কারের ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, পুরস্কার পেয়ে ভালো লাগছে। এটি আমাদের কাজের স্বীকৃতি। তবে পুরস্কারের জন্য না, আমি কাজ করি মানুষের জন্য, জনগণের জন্য। মানুষের টিকে থাকতে হলে তার পরিবেশকে রক্ষা করতে হবে।
মন্তব্য করুন