- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- এক যাত্রায় পৃথক ফল
এক যাত্রায় পৃথক ফল
জ্যৈষ্ঠের তীব্র তাপদাহে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি কিছু দিবসের জন্য বন্ধ রাখিবার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কিন্তু একই সময়ে বিশেষত মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখায় আমরা সংশ্লিষ্ট অভিভাবকদের অনুরূপ বিস্মিত। মঙ্গলবার সমকালে প্রকাশিত প্রতিবেদন মোতাবেক, প্রাথমিক ও মাধ্যমিকে পৃথক সিদ্ধান্তের কারণে অভিভাবকরা ক্ষুব্ধ হইয়াছেন। মনে রাখিতে হইবে, শিশু আইন অনুসারে, প্রাক-প্রাথমিক হইতে উচ্চ মাধ্যমিক অবধি সকল শিক্ষার্থীই শিশু। বয়সের একটু ব্যবধান থাকিলেও প্রাথমিকের ন্যায় মাধ্যমিক শিক্ষার্থীদেরও তীব্র গরমে কাবু হইবার আশংকা বেশি। আলোচ্য সিদ্ধান্তটি আরেকটা কারণেও বৈষম্যমূলক; ইহাতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহকে অন্তর্ভুক্ত করা হয় নাই। উল্লেখ্য, ২৯ মে টাঙ্গাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে খেলিবার সময় ‘হিটস্ট্রোক’-এ পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়। ইহার পর সমগ্র দেশে এই টুর্নামেন্ট স্থগিত এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ৫ হইতে ৮ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। গত রবিবার আবহাওয়া অধিদপ্তরও ৭২ ঘণ্টার জন্য ঢাকাসহ দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকিবার পূর্বাভাস দিয়াছিল।
প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে বন্ধ হইলে সংশ্লিষ্ট অভিভাবকবৃন্দও উপকৃত হইতেন। বিশেষ করিয়া যাঁহাদের এক সন্তান প্রাথমিকে এবং আরেক সন্তান মাধ্যমিকে পড়ে, তাহাদের এই গরমে ব্যস্ততা একটু হ্রাস পাইত। মনে রাখিতে হইবে, অসহনীয় তাপপ্রবাহ এমন সময়ে চলিতেছে যখন বিদ্যুতের লোডশেডিংও প্রকট রূপ ধারণ করিয়াছে। ফলে এই সময়ে উন্মুক্ত আকাশের নিম্নে যত কম থাকা যায় ততই মঙ্গল।
এইটা সত্য, প্রাথমিক ও মাধ্যমিকের ভিন্ন প্রশাসন থাকিবার কারণে তাহাদের সিদ্ধান্তও ভিন্ন। যেহেতু উভয় পর্যায়েই আমাদের কোমলমতি শিশুরা অধ্যয়ন করিতেছে, সেহেতু উভয় প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে সমন্বয় থাকা জরুরি বলিয়া আমরা মনে করি। কিন্তু এইবারের মতো অনেক ক্ষেত্রেই এমন সমন্বয়হীনতা আমরা দেখিয়া আসিয়াছি। বর্তমানে প্রাথমিকের সহিত মাধ্যমিক এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়ভাবে ছুটি ঘোষণা করা হইলে তাহাতে শিক্ষা ব্যবস্থার মধ্যকার সংহতি স্পষ্ট হইত। আমরা মনে করি, ভবিষ্যতে উভয় প্রশাসন একে অপরের সহিত পরামর্শ করিবে এবং এই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কার্যকর ভূমিকা রাখিবে। একই সঙ্গে মাধ্যমিক শিক্ষা প্রশাসনের তরফ হইতে শিক্ষার্থীর সুরক্ষায় যে সকল নির্দেশনা দেওয়া হইয়াছে, সেইগুলিও যথাযথ উপায়ে পালিত হইবে বলিয়া আমরা বিশ্বাস করি। শিক্ষার্থী সমাবেশ ও মাঠে খেলাধুলা হইতে বিরত থাকাসহ পর্যাপ্ত পানি পান এবং বৈদ্যুতিক নষ্ট পাখা মেরামত বিষয়ক নির্দেশনাসমূহের প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন নির্দেশনা গরমের তাপ বাড়িলেই যে কোনো সময়ের জন্য কার্যকর করা যাইতে পারে।
মন্তব্য করুন