- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- কুলাউড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, আটক ৮
কুলাউড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, আটক ৮

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করায় আটজনকে আটক করা হয়। ছবি: সমকাল
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি এলাকা থেকে বিজিবির বিশেষ টহল দল বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করায় আটজনকে আটক করেছে। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
বুধবার সকালে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের কারাগারে পাঠায় পুলিশ।
মুরইছড়া বিওপির নায়েব সুবেদার মো. দেলোয়ার হোসেন জানান, ইউনিয়নের পূর্ব ফটিগুলি এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহল দল তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- মো. আনারুল (৫২), আলম মণ্ডল (৫৮), মো. মামুন (২০), মো. খোরশেদ (৩৫), মো. জনি (৩০), মো. আমদাদ (৩৭), পালো মালিথা (৪৫) ও মনির মুন্সি (৪৮)। তাঁরা কুষ্টিয়া ও বাগেরহাট জেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক।
মন্তব্য করুন