প্রথম বর্ষ থেকেই আবাসিক হলে বৈধভাবে আসন পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। সোমবার অপরাজেয় বাংলার পাদদেশে ‘বৈধ সিট আমার অধিকার’ নামে শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম মানববন্ধনের আয়োজন করে।

মোট পাঁচ দফা দাবি জানান তারা। দাবিগুলো হলো–আসন বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, অবৈধভাবে আসন দখলকারীদের হল ত্যাগ নিশ্চিত করা, রাজনৈতিক গণরুম বাতিল ও ‘গেস্টরুম’ নামের ‘টর্চারসেল’ বন্ধ করা।

শিক্ষার্থীরা বলেন, আবাসন সংকটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বৈধভাবে আসন পান না। বাধ্য হয়ে হলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন নিয়ন্ত্রিত গণরুমে নবীন শিক্ষার্থীদের গাদাগাদি করে থাকতে হয়। এর বদলে এসব শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে অংশ নিতে হয় ওই ছাত্র সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে। তাদের তৈরি করা বিভিন্ন নিয়মের অবাধ্য হলে ‘গেস্টরুমে’ প্রথম বর্ষের শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হতে হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক বলেন, বছরের পর বছর রাজনৈতিক দলগুলো নিজেদের প্রভাব বিস্তারে হলগুলো দখলে রেখেছে।

ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব উমামা ফাতেমার সঞ্চালনায় মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সবুক্তগীন শুভ ও মাহমুদ দীপ্ত অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জয়নুদ্দীন সরকার, নৃত্যকলা বিভাগের ছাত্রী সাইমুননাহার কর্ষি, লোকপ্রশাসনের সামির সাদিক, দর্শন বিভাগের সজীব হোসেন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুর রনি বক্তব্য দেন।