রম্য
সারমেয় সমাচার

জাঁ-নেসার ওসমান
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০ | ১২:০০
সারমেয়, কুক্কুর, কুকুর, কুত্তা, ডগ, আপনি যে নামেই ডাকেন না কেন, বর্তমানে বাংলাদেশে বেওয়ারিশ কুকুর নিধন নিয়ে পক্ষে-বিপক্ষে বাংলার জনগণ তেতে উঠেছেন।
একদল বলছেন, ডিসেম্বরের মাঝে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে বেওয়ারিশ কুকুর অপসারণ করতে হবে। এদিকে অভিনেত্রী জয়ার সঙ্গে অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার এই সিদ্ধান্তের বিপরীতে রিট আবেদন করেছেন।
এমনি এক লগ্নে মাননীয় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, যারা কুত্তার প্রতি অশেষ প্রেম দেখাইতেছেন, তারা এসি গাড়ি চড়ে বেড়ান, বেওয়ারিশ কুকুরের জ্বালা তাদের অনুধাবন করার কথা নয়।
ঊনবিংশ শতাব্দীর কবি সত্যেন্দ্রনাথ দত্ত কুত্তার কামড়ের কথা বলতে গিয়ে বলেছেন- ''কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা'বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়?" কথাটা ঠিক। কিন্তু কথা হচ্ছে, সারমেয় বা কুত্তার বাচ্চারা বড় হয়ে শহরে বা ঢাকার দক্ষিণে বসবাস করার অনুমতি পাবে কিনা?
কারণ, ঢাকার কুকুর ইউরোপের কুকুর গুন্টার ফোরের মতো ধনী নয়। জার্মানির এই সারমেয় তার মালিক কার্মোডা নাইলিস্কির মৃত্যুর পর উইল অনুসারে আট কোটি ডলারের মালিক বনে যান। এই গুন্টার ফোরের দেখভাল করার লোকেরা পয়সা না মেরে, গুন্টার ফোরের আট কোটি টাকাকে ব্যবসায় খাটিয়ে ছয় হাজার চারশ' কোটি টাকায় উন্নীত করেন। এই কুত্তা গুন্টার ফোর যে দামি গাড়ি চড়ে তা বাংলাদেশে কল্পনাতীত। যেহেতু বাংলার কুত্তা গরিব অতএব গরিবের বৌ সবার ভাবি তাই লাত্থি তোমাকে খেতেই হবে। অভিনেত্রী জয়া যতই নাচুক, লাত্থি তোমায় খেতেই হবে, কারণ তুমি গরিব।
যদিও চিকিৎসা বিজ্ঞানের শুরুতে পশুদের, মানে কুত্তার দেহ ব্যবচ্ছেদ করে, ডাক্তাররা অ্যানাটমি শিখেছেন। ফাদার অব মেডিসিন হিপোক্রিট পর্যন্ত পশুকুলের ব্যবচ্ছেদের পর মানব দেহের ব্যবচ্ছেদের কথা বলেছেন। মহাভারতে যুধিষ্ঠিরের স্বর্গারোহণের সময়, যুধিষ্ঠিরের সাথী একটি বেওয়ারিশ কুকুর বা কুত্তা। রবিনসন ক্রু'শোর কুকুর, হোয়াইট ফ্যাং, ল্যাসি, পৃথিবীর আদি থেকে শিল্প-সাহিত্যে কুকুরের অবস্থান বহু ঊর্ধ্বে।
ইউরোপের কুত্তা ছয় হাজার কোটি টাকার মালিক। খালি আমার দেশের বেওয়ারিশ কুকুর গরিব বলে ঢাকা শহরে, এর থাকার অনুমতি মিলবে না।
ভালো কথা, আমার বেওয়ারিশ কুকুর রাস্তায় জন্মায়, শেকসপিয়রের নাটক বোঝে না। শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' পড়ে না। জয়নুল-কামরুলের পেইন্টিং বোঝে না, তাই অশিক্ষিত বর্বর বেওয়ারিশ কুকুরকে ঢাকায় রাখা যাবে না। মানলাম! কিন্তু যখন দেখি তোমার স্বাস্থ্য কমপ্লেক্সে জায়গা না পেয়ে ভ্যানের মাঝেই মা সন্তান প্রসব করেন। প্রাইভেট ক্লিনিকের আয়ার ঝাড়ির চোটে ক্লিনিকে বেড না পেয়ে পাশের পরিত্যক্ত বাড়িতে সন্তান ডেলিভারি হয়। এসব বাচ্চা গরিব বলে শেকসপিয়রের নাটক বোঝে না। শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' পড়তে পারে না। জয়নুল-কামরুলের নামও শোনে না।
তাহলে এরা যদি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় থাকতে পারে, তাহলে আমার কুত্তার
দোষ কোথায়।
তোমার মানব সন্তানতো তিন বছরের মেয়েকে রেপ করে, শালা পিচাশ, ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে বড় করে!
আরে, আমার কুত্তা তো রেপ করে না।
তোমার বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রদের বলাৎকার করে, সমকামী কর্মে লিপ্ত হয়। কিন্তু ভাই আমার কুত্তা তো সমকামী না। আমার কুত্তা মিছিল-মিটিং করে না, গায়ে তার পেঁচায়া বোমা ফাটায় না। ২১ আগস্টের মতো বর্বরোচিত গ্রেনেড মাইরা জর্জ মিয়া খুঁইজ্জা আনে না। তায়লে আমার কুত্তা ঢাকায় থাকপেনা ক্যান? খালি আমরা গরিব বইল্লা যা ইচ্ছা তাই করবা? তোমাগো প্রতিদিন লাইনে পয়সা দিতে পারে না, তাই কুত্তা রাস্তায় বইতে পারবে না! মাননীয় মন্ত্রী কইছেন, এতো প্রেম থাকলে কুত্তা বাসায় নিয়া পালেন। যেমন রাস্তায় মাইনষের বাচ্চা পইড়া থাকলে অনেকেই ওই বাচ্চা পালনের লাইজ্ঞগ্দা আগুইয়া আসে।
মাননীয় মন্ত্রী, আপনে কি জানেন ফ্ল্যাটের মইধ্যে স্বাতীদি, কুত্তা পালছিল বইল্লা ওই ফ্ল্যাটের চোরা কমিটি, স্বাতীদিরে, কী নির্যাতন করেছিল?
বাপ বাপ বইল্লা স্বাতীদি কুত্তারে ঢাকার রাস্তায় ছাইড়া দিয়া জান ও ইজ্জত রক্ষা করছে।
তাই বলি অযথা তর্ক-বিতর্ক না করে, আপনারা আশ্রাফুল মাখলুকাত একটু চেষ্টা করলে এই বেওয়ারিশ কুকুরদের অর্গানাইজ করে, দেশে যারা পালতে চায় তাদের পালতে দিন ও একটু বুদ্ধি খরচ করে কুকুর বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারেন। অযথা বেওয়ারিশ কুকুর নিধন বা অপসারণ স্থায়ী কোনো সমাধান নয়।
হে দেশবাসী আমার কুত্তা কি বলে জানেন? 'যতদিন ভবে, না হবে না হবে/ তোমার অবস্থা আমার সম/ ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে/ বুঝে না বুঝিবে, যাতনা মম'।
চলচ্চিত্র নির্মাতা
- বিষয় :
- রম্য