ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

একটি সেতুর অভাবে...

একটি সেতুর অভাবে...

নূর মোহাম্মদ দীন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০

আমাদের মন্ত্রী আছেন, এমপি আছেন। আছেন চেয়ারম্যান-মেম্বার। একটি করে ভোটও আছে। ইউপি, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের ক্ষমতাবান ও প্রভাবশালী নেতাও আছেন অনেক। শুধু নেই আমাদের আট গ্রামের মানুষের পারাপারের একটি সেতু। সেখানে বিদ্যমান একটি বাঁশের সাঁকোই ভরসা সুতিরপাড়, মোল্লারচর, বেহুলারচর, চর বামনেরচর, রতনপুর, খাটিয়ামারী, বোল্লাপাড়া, নওদাপাড়া গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ পারাপারে। এলাকার মানুষের দুঃখের কারণ মূলত প্রশাসনিক অবহেলা, বেড়িবাঁধ প্রকল্প, ভৌগোলিক ও নির্বাচনী এলাকার জটিলতা। এলাকাবাসীর দাবি একটাই- এখানে একটি সেতু নির্মাণ করা হোক।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শাপলা চত্বর (ভোলা মোড়) থেকে খাটিয়ামারী পর্যন্ত ২ কিলোমিটার পাকা সড়ক। সড়কের নমদাসপাড়া (মণ্ডলপাড়া) আকবরের বাড়ি সংলগ্ন আলমের বাঁশের সাঁকোর স্থলে একটি সেতুর দাবিতে গত ১৭ অক্টোবর রৌমারী উপজেলা চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশাজীবীসহ ১১টি গ্রামের কয়েক হাজার মানুষ মানববন্ধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তিন দফা দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। এর পর ২৪ অক্টোবর সংশ্নিষ্ট কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেন। তখন একটি সূত্রে জানা যায়, স্থানটি ক্ষুদ্র পানিসম্পদ বিভাগের বেড়িবাঁধ প্রকল্পের অধীন হওয়ায় সেখানে সেতু না দিয়ে আরও একটি স্লুইসগেট নির্মাণ করা হবে। এর পর আর কোনো সুখবর পাননি এলাকাবাসী। তাঁদের দাবি, কোনো স্লুইসগেট নয়; সেতু চাই।
অতি সত্বর ক্ষুদ্র পানিসম্পদ বিভাগের অধীন বোয়ালমারী বেড়িবাঁধের আংশিক প্রকল্প বাতিল অর্থাৎ ওই স্থানটি বেড়িবাঁধ প্রকল্পমুক্তকরণ ও স্লুইসগেট নির্মাণ প্রকল্প বাতিল করে একটি টেকসই সেতু নির্মাণের দৃশ্যমান প্রকল্প বাস্তবায়নে সংশ্নিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
চর বামনেরচর, রৌমারী, কুড়িগ্রাম
whatsapp follow image

আরও পড়ুন

×