বিভাগ হোক কুমিল্লা নামেই

শিব্বীর আহমেদ
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ১২:০০
কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি জেলাকে নিয়ে প্রস্তাবিত 'মেঘনা' বিভাগ গঠন প্রক্রিয়া নিকারের বৈঠকে স্থগিত করা হয়েছে। বর্তমান বাস্তবতায় এটি সরকারের সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত। বর্তমানে কুমিল্লায় ২৭ ওয়ার্ডবিশিষ্ট ১টি সিটি করপোরেশন, ১৭টি উপজেলা, ১৮টি থানা, ৮টি পৌরসভা, ১৯২টি ইউনিয়ন, ৩ হাজার ৬৮৭টি গ্রাম এবং ১১টি সংসদীয় আসন রয়েছে। শিক্ষা-শিল্প-সাহিত্য সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা প্রাচীন ঐতিহ্যসমৃদ্ধ জেলা হিসেবে উপমহাদেশে পরিচিত।
কুমিল্লার জনগণের দীর্ঘদিনের চাওয়া 'কুমিল্লা' নামেই বিভাগ হোক। দেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে। বৃহত্তর কুমিল্লা ও ফরিদপুরে আরও দুটি বিভাগ করার নৈতিক সিদ্ধান্ত রয়েছে সরকারের। এরই অংশ হিসেবে নিকারের বৈঠকে নতুন বিভাগ গঠন প্রক্রিয়ার প্রস্তাবটি উত্থাপিত হয়েছিল। করোনা মহামারির ধাক্কা ও রাশিয়া-
ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে নাজুক অবস্থা বিরাজ করছে। বাংলাদেশও এ সংকটের বাইরে নয়। তাই সরকার ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। নতুন করে বড় প্রকল্প অনুমোদন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। এমনকি আওয়ামী লীগের আসন্ন সম্মেলনও ঢিলেঢালাভাবে করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তাই নতুন বিভাগ করতে গিয়ে এ মুহূর্তে বাড়তি খরচের বোঝা বহন করতে চাচ্ছে না সরকার।
আমরা বিশ্বাস করি, এই অর্থনৈতিক সংকট বেশিদিন থাকবে না। আবার বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বাংলাদেশও উন্নয়নশীল দেশ হিসেবে পরিস্থিতি মোকাবিলা করে মাথা উঁচু করে দাঁড়াবে। তখন নিশ্চয় সরকার প্রস্তাবিত বিভাগ দুটি বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের দাবি- মেঘনা নামে না করে কুমিল্লা নামেই বিভাগ করা হোক। একজন ঘাতকের কারণে একটি বিভাগের নাম রাখার ব্যাপারে আপত্তি বাস্তবসম্মত হতে পারে না। এ জেলায় যেমন হাতেগোনা কুলাঙ্গারের জন্ম হয়েছে, পাশাপাশি অসংখ্য গুণী মানুষেরও জন্ম হয়েছে। একজন খুনির কারণে পুরো জেলার মানুষকে দায়ী করা যায় না। তাই পরবর্তী সময়ে যখন বিভাগ গঠন কার্যক্রম শুরু হবে, তখন বিষয়টি বিবেচনা করার অনুরোধ রইল।
ঢাকা
কুমিল্লার জনগণের দীর্ঘদিনের চাওয়া 'কুমিল্লা' নামেই বিভাগ হোক। দেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে। বৃহত্তর কুমিল্লা ও ফরিদপুরে আরও দুটি বিভাগ করার নৈতিক সিদ্ধান্ত রয়েছে সরকারের। এরই অংশ হিসেবে নিকারের বৈঠকে নতুন বিভাগ গঠন প্রক্রিয়ার প্রস্তাবটি উত্থাপিত হয়েছিল। করোনা মহামারির ধাক্কা ও রাশিয়া-
ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে নাজুক অবস্থা বিরাজ করছে। বাংলাদেশও এ সংকটের বাইরে নয়। তাই সরকার ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। নতুন করে বড় প্রকল্প অনুমোদন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। এমনকি আওয়ামী লীগের আসন্ন সম্মেলনও ঢিলেঢালাভাবে করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তাই নতুন বিভাগ করতে গিয়ে এ মুহূর্তে বাড়তি খরচের বোঝা বহন করতে চাচ্ছে না সরকার।
আমরা বিশ্বাস করি, এই অর্থনৈতিক সংকট বেশিদিন থাকবে না। আবার বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বাংলাদেশও উন্নয়নশীল দেশ হিসেবে পরিস্থিতি মোকাবিলা করে মাথা উঁচু করে দাঁড়াবে। তখন নিশ্চয় সরকার প্রস্তাবিত বিভাগ দুটি বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের দাবি- মেঘনা নামে না করে কুমিল্লা নামেই বিভাগ করা হোক। একজন ঘাতকের কারণে একটি বিভাগের নাম রাখার ব্যাপারে আপত্তি বাস্তবসম্মত হতে পারে না। এ জেলায় যেমন হাতেগোনা কুলাঙ্গারের জন্ম হয়েছে, পাশাপাশি অসংখ্য গুণী মানুষেরও জন্ম হয়েছে। একজন খুনির কারণে পুরো জেলার মানুষকে দায়ী করা যায় না। তাই পরবর্তী সময়ে যখন বিভাগ গঠন কার্যক্রম শুরু হবে, তখন বিষয়টি বিবেচনা করার অনুরোধ রইল।
ঢাকা
- বিষয় :
- কুমিল্লা বিভাগ