দনিয়ায় গ্যাস সংকট দূর হোক

কর্নাটকে ভোট দিতে কেন্দ্রে ভোটারদের সারিতে দাঁড়িয়ে কংগ্রেসনেতা রাহুল গান্ধী। ছবি: টাইমস অব ইন্ডিয়া
আরাফাত হোসেন নাফিজ
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ১২:০০
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী দনিয়া এলাকায় গ্যাস সংকটে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। দনিয়া এলাকার আদর্শ বালিকা স্কুল সড়কের প্রতিটি বাসাবাড়িতে গ্যাস থাকে দৈনিক ৩-৪ ঘণ্টা। ভোর ৫টা থেকে গ্যাস থাকে না বিকেলে একটু এসে আবার চলে যায়। রাত ১০টায় আসে। এভাবে দিন চলছে এলাকার বাসিন্দাদের। গ্যাস সংকটে অনেকে বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন। একদিকে গ্যাস ব্যবহার না করে মাসে ১ হাজার ৮০ টাকা বিল দিতে হচ্ছে। আরেকদিকে মাসে ২ হাজার টাকার মতো সিলিন্ডার গ্যাস লাগছে। এতে সাধারণ মানুষের সাংসারিক ব্যয় অনেক বেড়ে গেছে। ওই এলাকায় গ্যাস সরবরাহে সংকট থাকায় বাসার মালিকদের ভাড়াটিয়া পেতে কষ্ট হচ্ছে। মেসে বসবাস করা লোকজন গ্যাস না থাকায় রান্না করতে পারেন না। ফলে প্রায়ই তাঁদের হোটেলে খেতে হয়। এতে বাড়তি ব্যয় অর্থ গুনতে হচ্ছে। কেউ কেউ খরচ বাঁচাতে শুকনো খাবার খাচ্ছেন।
সব ধরনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষকে জীবন ধারণ করতে হিমশিম খেতে হচ্ছে। তার ওপর গ্যাসের কারণে বাড়তি টাকা গুনতে হচ্ছে। যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে দনিয়ার দূরত্ব বেশি নয়। মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সেতু হওয়ায় মতিঝিল-গুলিস্তানে যাতায়াত সহজ হওয়ায় অনেকে ওইদিকে বাসা নিয়েছেন। এ ছাড়া এখানে রয়েছে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, এ. কে. স্কুল, বর্ণমালা স্কুলের মতো বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে সন্তানদের পড়ানোর কারণে অনেকেই এর আশপাশে বসবাস করছেন। কিন্তু গ্যাস সংকটের কারণে তাঁরা নতুন বিপত্তির সম্মুখীন। প্রায় সব বাসায় গ্যাসের সংযোগ থাকায় মাসিক হারে চুলাপ্রতি বিল পরিশোধ করতে হয়। অথচ দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ থাকে না। রাতেও একই অবস্থা। যাঁরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন, তাঁদেরও চুলাপ্রতি বিল পরিশোধ করতে হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলেও সমাধান আসেনি। লাইনে ত্রুটি থাকলে তা মেরামত করে দ্রুত দনিয়া এলাকার গ্যাস সংকট সমাধানে সংশ্নিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
শিক্ষার্থী, শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি কলেজ, ঢাকা
সব ধরনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষকে জীবন ধারণ করতে হিমশিম খেতে হচ্ছে। তার ওপর গ্যাসের কারণে বাড়তি টাকা গুনতে হচ্ছে। যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে দনিয়ার দূরত্ব বেশি নয়। মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সেতু হওয়ায় মতিঝিল-গুলিস্তানে যাতায়াত সহজ হওয়ায় অনেকে ওইদিকে বাসা নিয়েছেন। এ ছাড়া এখানে রয়েছে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, এ. কে. স্কুল, বর্ণমালা স্কুলের মতো বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে সন্তানদের পড়ানোর কারণে অনেকেই এর আশপাশে বসবাস করছেন। কিন্তু গ্যাস সংকটের কারণে তাঁরা নতুন বিপত্তির সম্মুখীন। প্রায় সব বাসায় গ্যাসের সংযোগ থাকায় মাসিক হারে চুলাপ্রতি বিল পরিশোধ করতে হয়। অথচ দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ থাকে না। রাতেও একই অবস্থা। যাঁরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন, তাঁদেরও চুলাপ্রতি বিল পরিশোধ করতে হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলেও সমাধান আসেনি। লাইনে ত্রুটি থাকলে তা মেরামত করে দ্রুত দনিয়া এলাকার গ্যাস সংকট সমাধানে সংশ্নিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
শিক্ষার্থী, শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি কলেজ, ঢাকা
- বিষয় :
- গ্যাস সংকট