ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

বেরোবির ‘অ্যানালগ’ ওয়েবসাইট

বেরোবির ‘অ্যানালগ’ ওয়েবসাইট

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন- ফাইল ছবি

মো. আনোয়ার হোসেন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ | ১৮:১৬

 ইন্টারনেটের সুবাদে সারা দুনিয়া যখন মানুষের হাতের মুঠোয় তখন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থাকার পরও প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন না রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগকে নোটিশ জানানো হয় চিঠির মাধ্যমে।

 তথ্যপ্রযুক্তির এ যুগেও চাহিদা অনুযায়ী তথ্য দিতে ব্যর্থ হচ্ছে বেরোবির অফিসিয়াল ওয়েবসাইট। প্রায় আট হাজার শিক্ষার্থীর তথ্য জানার অন্যতম মাধ্যম ওয়েবসাইটটিতে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য নিয়মিত আপডেট করা হয় না। এ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য যারা দেশের বাইরে আছেন, তারা ওয়েবসাইট থেকে কোনো হালনাগাদ তথ্য জানতে পারেন না।

স্মার্ট দেশে এখনও উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষার ফরম পূরণের জন্য সরাসরি ব্যাংকে গিয়ে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়া অশোভন। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থাকা সত্ত্বেও সেখানে শিক্ষার্থীদের একাডেমিক ফল প্রকাশ না করা দুঃখজনক। দেখা গেছে, অনেক সময় পরীক্ষার কয়েক ঘণ্টা আগে ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড তোলার অনুমতি দেওয়া হয়। ফলে অ্যাডমিট কার্ড ছাড়াই অধিকাংশ শিক্ষার্থীকে প্রথম পরীক্ষা দিতে হয়। এতে পরীক্ষাকক্ষে দায়িত্বরত শিক্ষকরা শিক্ষার্থীদের খাতায় স্বাক্ষর করার সময় তাদের রোল, রেজিস্ট্রেশন ও অন্যান্য তথ্য ভুল আছে কিনা, তা চিহ্নিত করতে হিমশিম খান। এ ছাড়া ওয়েবসাইটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল ঢালাওভাবে প্রকাশের পর আবার তা সংশোধন করা হয়, যা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বড় দুর্ভোগের কারণ।

অবস্থা দেখে মনে হচ্ছে, ডিজিটাল যুগে ‘অ্যানালগ’ ওয়েবসাইট। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর কম্পিউটার বা ল্যাপটপ নেই। স্মার্টফোন দিয়ে একাডেমিক ওয়েবসাইটে অনেক সময় প্রবেশ করতে সমস্যা হওয়ায় শিক্ষার্থীরা বাইরের কম্পিউটার দোকানগুলোর শরণাপন্ন হন। স্মার্টফোনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ওয়েবসাইটে প্রবেশের ব্যবস্থা করা একান্ত জরুরি। 

শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

আরও পড়ুন

×