বাংলা ভাষায় অসংখ্য ওয়েবসাইট থাকলেও বাংলা 'ডোমেইন' বা অনলাইন ঠিকানায় চালু নেই একটিও। কয়েক বছর আগে বাংলা ডোমেইন তথা ডটবাংলায় কয়েকটি ওয়েবসাইট চালু হলেও সেগুলো এখন সক্রিয় নয়। এমনকি ওয়েব ব্রাউজারে 'বিটিসিএল.বাংলা' লিখলেও তার পরিবর্তিত রূপ ইংরেজিতে আসে বিটিসিএল.কম.বিডি। অথচ রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সংস্থা এই বিটিসিএলই সরকারিভাবে ডটবাংলা ওয়েবসাইট পরিচালনার দায়িত্বে রয়েছে। তাই সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সমকাল সঙ্গতভাবেই প্রশ্ন রেখেছে, 'কবে সক্রিয় হবে ডটবাংলা ডোমেইন'? আমাদের মনে আছে, ২০১৬ সালের শেষ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডটবাংলা ডোমেইন উদ্বোধনের আগে এ নিয়ে বাঙালি অনেকেই স্বপ্ন দেখেছিল।

২০১০ সাল থেকে চেষ্টার পর নানা চড়াই-উতরাই পেরিয়েই ডটবাংলা ডোমেইন আন্তর্জাতিক অনুমোদন লাভ করে। প্রত্যাশা ছিল অন্তত সরকারি পর্যায়ে হলেও এই ডোমেইনের ব্যবহার ব্যাপক হবে। বাস্তবে তা হয়নি। এমনকি বিটিসিএলের এক চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয়, বিভাগ, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসককে তাদের অধীন সব দপ্তরকে ডটবাংলা ডোমেইন বাধ্যতামূলক নিবন্ধনের নির্দেশনা দিলেও তা সামান্যই মানা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব নিয়ে মোস্তাফা জব্বার এ ডোমেইনের দাম ২৫ হাজার থেকে ৮০০ টাকায় নামিয়ে আনার পরও ডটবাংলা ডোমেইন কেন জনপ্রিয়তা পায়নি? আমরা মনে করি, এর পেছনে বিটিসিএলের দায় কম নয়।

সমকালের কাছে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির যথার্থ বলেছেন, ডটবাংলার নিরাপত্তা ব্যবস্থাসহ কারিগরি বিষয়গুলো বিটিসিএল হালনাগাদ করছে না বলে ব্যবহারকারীরা আগ্রহী হচ্ছে না। ডটবাংলা ঠিকানাসম্পন্ন ওয়েবসাইটের আন্তর্জাতিক ব্যবহারের সুবিধা না থাকার কারণেও অনেকে এটি ব্যবহার করছে না বলে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাও যুক্তিসঙ্গত। আমরা জানি, ওয়েবসাইট ব্যবহারকারী উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির উদ্দেশ্যই থাকে বাংলাদেশের বাইরে তাদের কাজ পৌঁছানো। সে ক্ষেত্রে ডটবাংলার প্রয়োজনীয়তা কম থাকলেও এটা সত্য যে, ইন্টারনেট ব্যবহারকারী বাংলা ভাষাভাষীর সংখ্যা কম নয়। এমনকি কেবল বাংলা আধেয়ধারী অনেক ওয়েবসাইটই বেশ জনপ্রিয়। ফলে ডটবাংলার প্রয়োজনীয়তা ও সম্ভাবনা উভয়ই রয়েছে। এ ক্ষেত্রে বিটিসিএলের উচিত, দ্রুত নিরাপত্তাসহ কারিগরি সব সমস্যার সমাধান করা। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানসহ সবাই এর ব্যবহার ও প্রসারে এগিয়ে এলে ডটবাংলা ডোমেইন মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত হবে বলেই আমাদের বিশ্বাস।

বিষয় : ডটবাংলা ডোমেইন ডটবাংলা ডোমেইন

মন্তব্য করুন