সরকারের শুদ্ধি অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নীতি ও ক্যাসিনো-সংশ্নিষ্টতায় জি কে শামীম, ইসমাইল হোসেন সম্রাট ও সর্বশেষ শামিমা নূর পাপিয়াসহ অনেকের গ্রেপ্তারের ঘটনা ব্যাপক প্রশংসিত হয়। গ্রেপ্তারদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষের সদা সতর্কতা যেখানে প্রত্যাশিত, সেখানে জি কে শামীমের জামিনকাণ্ড আমাদের বিস্মিত ও উদ্বিগ্ন না করে পারে না। আমরা দেখেছি, গত বছর সেপ্টেম্বরে প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমকে গ্রেপ্তারের সময় তার অফিসে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা, আগ্নেয়াস্ত্র, দেহরক্ষীদের কয়েকটি শটগান-গুলি ও বিদেশি মদ জব্দ করা হয়।
তার বিরুদ্ধে যথার্থভাবেই অস্ত্র, মাদক এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচার আইনে চারটি মামলা হয়। আমরা বিস্মিত হয়েছি যে, গত মাসের প্রথম সপ্তাহে অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই চাঞ্চল্যকর মামলায় হাইকোর্ট জি কে শামীমকে জামিন দেওয়ার খবর রাষ্ট্রপক্ষও জানত না! বিষয়টি সংবাদমাধ্যমে আসার পর যখন সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র আলোচিত হয়, তখনই রাষ্ট্রপক্ষের টনক নড়ে। তবে স্বস্তির বিষয় হলো, রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অস্ত্র মামলায় তার জামিন বাতিল করেন হাইকোর্ট। একই দিনে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে মাদকের মামলার জামিনও বাতিল করেন। প্রশ্ন হলো, এমন চাঞ্চল্যকর মামলার আসামি কীভাবে জামিন পেল? এমনকি জামিনের এক মাস পরও রাষ্ট্রপক্ষ বিষয়টি জানতে পারেনি! এ 'অজ্ঞতা' সংশ্নিষ্ট কারও 'ইচ্ছাকৃত' কিনা খতিয়ে দেখা জরুরি।
এমন আশঙ্কা অমূলক হতে পারে না যে, সংবাদমাধ্যমের দৃষ্টি না থাকলে হয়তো আসামি জেল থেকে বেরও হয়ে যেতে পারত। এমনকি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এমন উদাসীনতায় দাগি সন্ত্রাসী ও জঙ্গিরাও এভাবে জেল থেকে বেরিয়ে যেতে পারে। আদালত বলেছেন, 'নাম বিভ্রাটে' হয়তো বুঝতে সমস্যা হয়েছিল, জামিন আবেদনকারীর নাম এসএম গোলাম কিবরিয়া আর আদালতের ওই দিনের কার্যতালিকায় নাম ছিল শুধু এসএম গোলাম। কারা বা কাদের 'ঔদাসীন্যে' এমন ঘটেছে খতিয়ে দেখা হোক। কিন্তু রাষ্ট্রপক্ষের উপস্থিতি ছাড়া কখনোই আদালতে মামলার শুনানি হওয়ার কথা নয়। তাহলে ঠিক কোন কারণে তার জামিন হলো?
এই ফাঁকটাই আমাদের বের করতে হবে। জি কে শামীমের জামিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে- ফাঁক কোথায়। আমরা চাই, এ ঘটনার তদন্তপূর্বক কারণ উদ্ঘাটন করে দায়ীদের শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় ভবিষ্যতে আরও এমন ঘটনা দেখতে হবে।
মন্তব্য করুন