ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

সহিংসতার শিকার মানুষের পাশে দাঁড়ান

সহিংসতার শিকার মানুষের পাশে দাঁড়ান

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ০০:২৯

রবিবার সম্পন্ন হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরিয়া সৃষ্ট সহিংসতা এবং অগ্নিসন্ত্রাসে দেশে যেই প্রাণহানির ঘটনা ঘটিয়াছে, উহা দুঃখজনক। নির্বাচনের দিবসে মুন্সীগঞ্জ ও কুমিল্লায় প্রতিপক্ষের হামলায় দুইজন প্রাণ হারাইয়াছেন। ইহার পূর্বে দুই সপ্তাহের ব্যবধানে ট্রেনে অগ্নি-সহিংসতায় আটজনের প্রাণহানি ন্যক্কারজনক ঘটনা ঘটে। নির্বাচনের পূর্বাপর সহিংসতা ও সংঘর্ষে আহতের সংখ্যাও নিতান্ত কম নহে। নিরীহ মানুষদের প্রাণহানির ফলে উহাদের পরিবারে যেই শোকের ছায়া নামিয়া আসিয়াছে, তাহা অকল্পনীয় এবং আহত মানুষদের কষ্টও অনুধাবনযোগ্য। আমরা মনে করি, এই সকল শোকসন্তপ্ত পরিবারের পার্শ্বে দাঁড়ানো; আহতদের চিকিৎসাসহ সকলের প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

দ্বাদশ সংসদ নির্বাচন যেহেতু বৃহৎ দল অনেকেই বর্জন করিয়াছে, তজ্জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজাগ ও সতর্ক থাকিবার কথা। এতৎসত্ত্বেও কীভাবে এই সকল প্রাণহানির ঘটনা ঘটিল? আমরা দেখিয়াছি, প্রায়শ রাজনৈতিক পরিস্থিতিকে পুঁজি করিয়া কিছু দুর্বৃত্ত বাস-ট্রেনে অগ্নিসংযোগসহ সহিংসতার ঘটনা ঘটাইয়া আসিতেছে। জানমালের ক্ষতিকারক এই সকল দুর্বৃত্তকে বিচারের বেষ্টনীতে আনিতেই হইবে।  
যেই সকল পরিবার চিরদিনের জন্য প্রিয়জন হারাইয়াছে, উহাদের ক্ষতি কোনোক্রমেই পূরণ করা সম্ভব নহে। এতৎসত্ত্বেও পরিবারগুলি সরকারের সহযোগিতা পাইলে কিছুটা সহায় হইবে। আবার আহত মানুষদের জন্যও সরকারের যথেষ্ট সহযোগিতা তাহাদের পুনরায় স্বাভাবিক হইতে সাহায্য করিবে। আহত ও নিহত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়াইবার ক্ষেত্রে সম্মানজনক ব্যবস্থা জরুরি। কিছু অর্থ হাতে ধরাইয়া দেওয়া এই ক্ষেত্রে প্রত্যাশিত নহে।

ইহার চাইতেও জরুরি হইল, সহিংসতা ও দুর্বৃত্তায়ন হইতে আমাদের রাজনীতিকে বাহির করিয়া আনা। যেই জনগণের কল্যাণের নামে সকলে রাজনীতি করে, সেই রাজনীতি কেন মানুষের হন্তারক হইবে? রাজনীতিবিদগণের মধ্যে সহমর্মিতা, ত্যাগের মনোভাব ও আলোচনার মাধ্যমে সমাধানের মানসিকতা প্রয়োজন। আমরা দেখিয়াছি, ইহার অনুপস্থিতির কারণেই প্রায় প্রতিটি নির্বাচন এবং রাজনৈতিক কর্মসূচিতে প্রাণহানির ঘটনা ঘটে। আমাদের প্রত্যাশা, এইবার সহিংসতার শিকার মানুষের পার্শ্বে দাঁড়াইয়া ভবিষ্যতের সুন্দর পরিবেশ সৃষ্টিতে সরকার সদিচ্ছার পরিচয় দিবে।

আরও পড়ুন

×