ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

জটিল রোগীর জন্য সরকারি অনুদান

জটিল রোগীর জন্য সরকারি অনুদান

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪ | ২৩:৪৯

জটিল রোগ বিশেষত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, হৃদরোগ ও স্ট্রোকের কারণে পক্ষাঘাতে চিকিৎসাধীন মানুষকে আর্থিক সহায়তার সরকারি কর্মসূচি অনেকাংশেই উদ্দেশ্য পূরণে ব্যর্থ বলিয়া মনে হইতেছে। অন্তত শুক্রবার সমকালের এ সংক্রান্ত প্রতিবেদনে যাহা বলা হইয়াছে, উহাতে এমন প্রতীতি জন্মানো স্বাভাবিক। প্রতিবেদনে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চিত্র তুলিয়া ধরিয়া বলা হইয়াছে, অনুদান পাইবার পূর্বেই সেবগ্রহীতার জীবনপ্রদীপ নিভিয়া যায়। অধিকতর হতাশাজনক, তাড়াশের মোহশীন আলী এই কর্মসূচি হইতে অনুদানের জন্য মনোনীত হইলেও তাঁহার মৃত্যুর পর সেই অনুদানের অর্থ পরিবারের নিকট গিয়াছে বলিয়া অনুদানের পঞ্চাশ সহস্র টাকা কুলখানিতে ব্যয় হইয়াছে। 

প্রতিবেদনে এই খাতে বরাদ্দের অপ্রতুলতার কথাও প্রকাশ পাইয়াছে। এই কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবৎসরে বরাদ্দ ছিল মাত্র ১ কোটি ৫০ লক্ষ টাকা, যাহা মাত্র ৩০০ জনকে দেওয়া যায়। আর চলতি অর্থবৎসরে এই অনুদানের জন্য আবেদন পড়িয়াছে ৪০০টি। উপরন্তু মাত্র ৫০ সহস্র টাকায় যে এই ধরনের জটিল রোগের চিকিৎসা ব্যয়ের সামান্যও মিটিবে না, উহাও মনে রাখিতে হইবে।
প্রকৃতপক্ষে, শুধু তাড়াশ বা সিরাজগঞ্জ নহে, সমগ্র দেশেই এই হতাশাজনক চিত্র বিরাজমান। শুধু উহাই নহে, সরকারের সমাজসেবা বিভাগ জটিল রোগীর জন্য এই যে আর্থিক সহায়তা দিয়া থাকে, উহারও যথাযথ প্রচার নাই। উপরন্তু এই অনুদান বিতরণে দুর্নীতি ও স্বজনপ্রীতিরও অভিযোগ কম নহে।

যথায় এ ধরনের জটিল রোগে আক্রান্ত হইলে অনেক সময় মাধ্যবিত্তও নিঃস্ব হইয়া যায়, তথায় দরিদ্র অসহায় মানুষের পরিণতি সহজেই অনুমেয়। তাহাদের জন্য সরকারের এই প্রকার উদ্যোগ নিঃসন্দেহে আশার আলো। এই জন্য অনুদানের অর্থের পরিমাণ বৃদ্ধি, তৎসহিত জটিল রোগীদের অনুদানপ্রাপ্তির প্রক্রিয়া দ্রুততর করা বাঞ্ছনীয়।

আরও পড়ুন

×