- সম্পাদকীয়
- ঢাকায় প্রশিক্ষণে এসে ২২ বিচারক করোনায় আক্রান্ত
ঢাকায় প্রশিক্ষণে এসে ২২ বিচারক করোনায় আক্রান্ত

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনসহ অধস্তন আদালতের ২২ জন বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা প্রত্যেকেই আইসোলেশনে আছেন।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জাটি) কর্মশালায় অংশ নিতে আসা অধস্তন আদালতের ৭০ জনের মধ্যে ২২ জন সহকারী জজ (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) করোনা আক্রান্ত হয়েছেন।
ফলে ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া দুই মাসের প্রশিক্ষণ কার্যক্রম সোমবার স্থগিত ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনা আক্রান্ত ২২ জন সহকারী জজকে জাটি'র আইসোলশনে রাখা হয়েছে।
এছাড়া অ্যাটর্নি জেনারেল বেইলি রোডের সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
সোমবার দুপুরে অ্যাটর্নি জেনারেল সমকালকে জানান, 'রোববার থেকেই শরীরটা খারাপ লাগছিল। এরপর করোনা টেস্ট করা হলে পজেটিভ রিপোর্ট আসে। বাসায় আছি। সবাই দোয়া করবেন।'
২০২০ সালের ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যাওয়ার পর ওই পদে নতুন নিয়োগ পান জ্যেষ্ঠ অ্যাডভোকেট ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
মন্তব্য করুন