ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এগ্রো সিএসআর ২০২৩-এর আওতায় সম্প্রতি ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক প্রকল্পের পরিচিতি, লোগো উন্মোচন এবং রুরাল ডেভেলপমেন্ট একাডেমির (আরডিএ) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লোগো উন্মোচন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানান ইউসিবির ডিএমডি এটিএম তাহমিদুজ্জামান, প্রকল্পের সমন্বয়ক রেজাউল করিম সিদ্দিকী এবং বাস্তবায়ন সহযোগী বিসেফ ফাউন্ডেশনের সহসভাপতি আনোয়ার ফারুক।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী এবং আরডিএর যুগ্ম পরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।