- সম্পাদকীয়
- কাশিয়ানীতে অবৈধ চায়না জাল জব্দ
কাশিয়ানীতে অবৈধ চায়না জাল জব্দ

জব্দ জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয় - সমকাল
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার বেথুড়ি ইউনিয়নের নড়াইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায় সমকালকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেথুড়ি ইউনিয়নের নড়াইল গ্রামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০০ পিস অবৈধ চায়না জাল জব্দ করা হয়।
তিনি বলেন, পরে জব্দ জালগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান সমকালকে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন