ঢাবি ইসলামিক স্টাডিজ অ্যালামনাই সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মোস্তফা কামাল
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের নতুন সভাপতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ (বায়ে) ও সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। ছবি: সংগৃহীত
জবি প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩ | ১১:৩৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদকে সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে 'তৃতীয় পুনর্মিলনী ও দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন কমিশন ৫৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ড. মুহাম্মদ খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে এ জি এম সাদিদ জাহান, প্রকাশনা সম্পাদক ড. ইব্রাহীম খলীল, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ড. মোবারক হোসেন, নির্বাহী সদস্য হিসেবে অধ্যাপক ড. নজরুল ইসলাম ও ড. রেজাউল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ড. আশিকুর রহমান বিপ্লব।
অ্যালামনাইয়ের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘আমাকে ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক নির্বাচন করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। এই বিভাগ থেকে পড়ালেখা শেষ করা সকল স্টুডেন্টকে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। বর্তমানে ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগে রানিং শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে আমরা দেখব। আজ ৫৫ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরো শিক্ষার্থীকে দেয়া যায় কিনা আমরা চেষ্টা করব।’