ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

মতিঝিল আইডিয়াল স্কুলের গভর্নিং বডির নতুন সভাপতি রবিউল ইসলাম

মতিঝিল আইডিয়াল স্কুলের গভর্নিং বডির নতুন সভাপতি রবিউল ইসলাম

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩ | ১৮:১৯

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নিয়মিত গভর্নিং বডির কমিটি নির্বাচন করতে না পারায় সপ্তমবারের মতো এডহক কমিটি দেওয়া হয়েছে। বর্তমান কমিটির মেয়াদের শেষের দিনে এই কমিটি দেওয়া হলো।

পাঁচ সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. রবিউল ইসলামকে। কমিটির মেয়াদ হবে ছয় মাস। এর মধ্যে গভর্নিং বডির নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব তুলে দেবেন তারা।

রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এই এডহক কমিটি করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এই কমিটি ছয় মাস প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন এবং একটি সুষ্ঠু নির্বাচন করে দেবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র শিক্ষক শাহেলী পারভীন, অভিভাবক প্রতিনিধি ড. এ কে এম কুদরত ই হাসান, পোষ্য প্রতিনিধি তাহমিদ হাসান। কমিটির সদস্য সচিব হিসেবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন