- শিক্ষা
- স্কুলে নেওয়ার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
স্কুলে নেওয়ার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত

রাজশাহীতে গোদাগাড়ীতে ছেলেকে স্কুলে নেওয়ার পথে বাসচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর বসলিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সাজু মিয়া (৩২) এ তার ছেলে আব্দুল্লাহ আল আলিফ (০৭)।
সাজু দিনাজপুরের ঘোড়াঘাট থানার নন্দনপুর গ্রামের আবদুল মজিদেরর ছেলে। তিনি একটি এনজিওতে চাকরির সুবাদে গোদাগাড়ীতে বসবাস করতেন।
গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিআরটিসির বাসটি রাজশাহীতে আসছিল। ওই সময় ছেলেকে স্কুলে রাখতে সাজু মিয়া বাইক নিয়ে বের হন। তার ভাড়া বাসার সামনে বের হলে বিপরীত দিক আসা বাসটির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বাসটি পাশের ধানক্ষেতে গিয়ে উল্টে যায়।
এদিকে রাজশাহীর শালবাগানে বাসচাপায় নাজমুল ইসলাম (২৯) নামের আরও একজন নিহত হয়েছেন। তিনি তানোর উপজেলার বিল্লী বাজার এলাকার বাসিন্দা মোকসেদ আলীর ছেলে। নাজমুল ইসলাম তানোরের বিল্লি বাজারে ফার্মেসির মালিক ছিলেন।
বোয়ালিয়া থানার এসআই মিজানুর রহমান জানান, বাসচাপায় তিনি মারা গেছেন। তবে বাস শনাক্ত করা যায়নি। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
মন্তব্য করুন