- শিক্ষা
- জবিতে সপ্তাহে এক দিন অনলাইনে ক্লাস, বন্ধ থাকবে পরিবহন
বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়
জবিতে সপ্তাহে এক দিন অনলাইনে ক্লাস, বন্ধ থাকবে পরিবহন

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সপ্তাহে এক দিন অনলাইনে ক্লাস নেওয়া এবং পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ মনিটরিং কমিটিও গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব তথ্য জানানো হয়।
আরও জানানো হয়, খরচ সাশ্রয়ে জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় আপ্যায়ন ব্যয় এবং প্রশিক্ষণ ও টিএ/ডিএর ক্ষেত্রে বরাদ্দ অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা হবে। কেন্দ্রীয় অডিটোরিয়ামের বদলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের নবীনবরণ এবং অন্যান্য অনুষ্ঠান নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে করতে হবে। তবে অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় সীমিত এসি চালিয়ে (২৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নয়) অডিটোরিয়াম ব্যবহার করা যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাজেট ও নিজস্ব তহবিলের আওতায় কোনো ধরনের প্রকল্প কমিটির সভায় সম্মানী হিসাবে কোনো অর্থ ব্যয় করা যাবে না।
মন্তব্য করুন