ইবিকে গুচ্ছে থাকার নির্দেশ ইউজিসির, ক্ষোভ শিক্ষকদের
ফাইল ছবি
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:০২
ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ ভর্তি পদ্ধতিতে যেতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল বৃহস্পতিবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক জামিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইবি শিক্ষকরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জানুয়ারি গুচ্ছ পদ্ধতির সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভা করে ইউজিসি। এতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তির কার্যক্রম শুরু করতে ভর্তি কমিটির একাধিক সভায় অংশগ্রহণ করেছে ইবি। ফলে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা পরিবর্তনের সুযোগ নেই। এ অবস্থায় ইবিকে গুচ্ছভুক্ত হয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরুর নির্দেশ দেওয়া হলো।
এদিকে, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ১২৭তম একাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে গত মঙ্গলবার এক নোটিশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ গুচ্ছ ভর্তির ছয়জন শিক্ষক প্রতিনিধিকে এ বিষয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণের অনুরোধ জানায় ইউজিসি। বুধবার মতবিনিময় সভায় অংশগ্রহণ করতে না পারার কথা জানিয়ে এবং দুঃখ প্রকাশ করে ইউজিসিতে চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একাডেমিক কাউন্সিলের গৃহীত সিদ্ধান্তের বাইরে গিয়ে এরূপ সভায় অংশগ্রহণ করলে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অসন্তুষ্ট হতে পারেন বলে মনে করেন শিক্ষক প্রতিনিধিরা।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ইউজিসির নির্দেশনাটি দেখেছি। বিষয়টি নিয়ে আমরা বসব। ইউজিসির সঙ্গে উপাচার্যসহ ছয়জন শিক্ষক প্রতিনিধি শনিবার আলোচনা করবেন। এর ভিত্তিতে পরে শিক্ষকরাসহ কার্যনির্বাহী সভা হবে। সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২০ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গুচ্ছ ভর্তি পদ্ধতি চালু হলে ধারাবাহিকভাবে অংশ নিয়ে আসছে ইবি। তবে শিক্ষার্থী ভর্তিতে সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রতাসহ নানা জটিলতার কথা বলে এবার গুচ্ছে যেতে দ্বিমত করেছে ইবি শিক্ষক সমিতি।
- বিষয় :
- ইউজিসি
- ইসলামী বিশ্ববিদ্যালয়