- শিক্ষা
- ডিজিটাল নথির যুগে খুলনা বিশ্ববিদ্যালয়
ডিজিটাল নথির যুগে খুলনা বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম পর্যায়ে ই-নথি বা ডিজিটাল নথির যুগে প্রবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।
গতকাল রোববার সকাল ১০টায় এ কার্যক্রম উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে প্রথম ধাপে খুবিসহ দেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে এ কার্যক্রম পৃথকভাবে উদ্বোধন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন এ সময় নিজ আইডি লগইন করে একটি পত্র জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল কার্যক্রমের সূচনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে দক্ষ জনশক্তির প্রয়োজন। তা তৈরিতে মুখ্য ভূমিকা রাখবে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ তৈরির প্রথম সারির হাতিয়ার।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কমিশনের সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুম থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক হোসনে আরা, ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী, সব বিভাগীয় ও শাখা প্রধান।
মন্তব্য করুন