- শিক্ষা
- খুবিতে নবম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা
খুবিতে নবম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা

ছবি: ফাইল
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) নবম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার (ছাত্র ও ছাত্রী) ফাইনাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত ছাত্রদের ফাইনাল খেলায় সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনকে ২-০ সেটে পরাজিত করে বাংলা ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলা ডিসিপ্লিনের মোবারেক হোসেন নোমান। অন্যদিকে দুপুর আড়াইটায় ছাত্রীদের ফাইনালে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডেভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের পম্পি পাল।
এ ছাড়া পুরো টুর্নামেন্টে দারুণ খেলে বেস্ট প্লেয়ার নির্বাচিত হন ছেলেদের বিভাগে সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের মোসাদ্দেক আল মামুন এবং মেয়েদের বিভাগে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের নুসরাত জাহান জুঁই।
ফাইনাল খেলা শেষে বিকেল ৪টায় চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা। খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার তুলে দেন অতিথি ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে ফাইনালে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেওয়া হয়।
মন্তব্য করুন