রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শেষ হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে বাংলা ও ইংরেজি বিভাগে অংশ নেন অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ের মোট দেড় শতাধিক বিতার্কিক। 

বিতর্ক উৎসবের আয়োজক নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেট ক্লাব। টাইটেল স্পন্সর ছিল আনোয়ার গ্রুপ। মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক সমকাল, সময় টেলিভিশন এবং রেডিও কার্নিভাল। সার্বিক সহযোগিতা করেছে ডেইলি স্টার।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই আয়োজনে বাংলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ইংরেজি বিভাগের ওপেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের টিম ‘এনএসইউ ব্লু’। এ ছাড়া নোভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বিইউপি ডিবেট ক্লাব। আয়োজনের বড় অংশজুড়ে ছিল স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। 

বারোয়ারি বিতর্কের বাংলা বিভাগে প্রথম হয়েছেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির বিতার্কিক আরমান হোসেন এবং ইংরেজি বিভাগে হলি ক্রস কলেজের শিক্ষার্থী রাফিয়া বিনতে আলী।

নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক হেলাল আহাম্মাদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আনোয়ার গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর হোসাইন।  

বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে উদ্যমী তরুণ। তরুণরা নিজ জায়গা থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে বাংলাদেশ ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে পারবে।

আরও বক্তব্য দেন আনোয়ার গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান সান্তনু রায় এবং মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান আবু জুবায়ের মোহাম্মদ রাসেল। স্বাগত বক্তব্য দেন বিতর্ক ক্লাবের দায়িত্বে থাকা ফ্যাকাল্টি অ্যাডভাইজার ওমর নাসিফ আবদুল্লাহ।