২০২৩ সালের এইচএসসির শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে লিখেছেন ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুহম্মদ আরিফুর রহমান।

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।

১. নিচের কোনটি স্বল্প দূরত্বে নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা স্থানান্তরে ব্যবহৃত হয়?
ক. কো-এক্সিয়াল কেবল
খ. টুইস্টেড পেয়ার কেবল
গ. অপটিক্যাল ফাইবার কেব​ল
ঘ. স্যাটেলাইট
২. টুইস্টেড পেয়ার কেবলে মোট কয় জোড়া তার থাকে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৩. টুইস্টেড পেয়ার কেবলের বৈশিষ্ট্য—
i. শুধু ডিজিটাল ডেটা ট্রান্সমিট করা যায়
ii. অ্যানালগ ও ডিজিটাল ডেটা ট্রান্সমিট  করা যায়
iii. কম দূরত্বে ডেটা পাঠানোর জন্য উপযোগী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii
গ. ii ও iii         ঘ. i, ii ও iii
৪. টুইস্টেড পেয়ার কেবলে প্রতি জোড়া তারে কোন রঙের তার প্যাঁচানো থাকে?
ক. সবুজ         খ. নীল
গ. কমলা         ঘ. সাদা
৫. কোন কেবলে ১০০ মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না?
ক. টুইস্টেড পেয়ার কেব​ল
খ. থিননেট কেব​ল
গ. থিকনেট কেব​ল
ঘ. অপটিক্যাল ফাইবার কেব​ল
৬. কো-এক্সিয়াল কেবলের কেন্দ্রে নিচের কোনটি থাকে?
ক. অ্যালুমিনিয়াম ওয়্যার
খ. সলিড কপার ওয়্যার
গ. জ্যাকেট
ঘ. প্লাস্টিক ইনসুলেটর
ঘ. ব্যবসায় চক্র বিশ্লেষণ নীতি
৭. ঝুঁকি বহুমুখীকরণ বা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির মূলবক্তব্য কী?
ক. একটিমাত্র সম্পত্তিতে বিনিয়োগ করা
খ. একাধিক সম্পত্তিতে বিনিয়োগ করে ঝুঁকি হ্রাস করা
গ. ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করা
ঘ. পোর্ট বা বন্দর পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়ার নীতি
৮. কোনটি থিননেটের বৈশিষ্ট্য?
ক. ভারী ও নন-ফ্লেক্সিবল
খ. হালকা ও নন-ফ্লেক্সিবল
গ. ভারী ও ফ্লেক্সিবল
ঘ. হালকা ও ফ্লেক্সিবল

বিষয় : এইচএসসির প্রস্তুতি

মন্তব্য করুন