বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিয়ে লিখেছেন রাজিয়া আক্তার।

১. কোন দেশকে হিমালয়কন্যা বলা হয়?
 – নেপাল।
২. বর্ণহীন প্লাস্টিড–
লিউকোপ্লাস্ট।
৩. ‘জিনোম’ শব্দটি প্রথম ব্যবহার করেন
– হ্যান্স উইঙ্কার।
৪. গমের ক্রোমোজোম সংখ্যা–
– ৪২।
৫. যে অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণ করে–
 – রাইবোজোম।
৬. কীটপতঙ্গকে আকৃষ্ট করে পরাগায়ণে সাহায্য করে
– ক্রোমোপ্লাস্ট।
৭. কোষ ঝিল্লির শুষ্ক ওজনের বেশিরভাগই হলো–
– লিপিড।
৮. মানুষের ডিপ্লয়েড কোষে–
– ৫-৬ পিকোগ্রাম DNA থাকে।
৯. ছত্রাকের কোষ প্রাচীর যা দিয়ে তৈরি
– কাইটিন।
১০. কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক
– মাইসিলিস।
১১. এক সূত্রক RNA ভাইরাস–
– TMV।
১২. উদ্ভিদের মূলে ভাস্কুলার ব্যান্ডেল থাকে–
 – অরীয় ধরনের।
১৩. প্রোলামিন জাতীয় প্রোটিনের উদাহরণ–
– ভুট্টার জেইন।
১৫. সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় যে শৈবালে–  
– স্পাইরোগাইরা।
১৬. স্পাইকলেট পুষ্পবিন্যাস দেখা যায় যে উদ্ভিদে–
– ধান।
১৭. পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণি?
– হিমালয়।
১৮. পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ?
– মাউন্ট এভারেস্ট।
১৯. আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত?
 – ইউরোপে।
২০. আন্দিজ পর্বতমালা পৃথিবীর কোন মহাদেশে অবস্থিত?
– দক্ষিণ আমেরিকা।
২৪. ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত?
– নেপাল।
২৫. মাউন্ট ফুজিয়ামা কোথায় অবস্থিত?
– জাপান।
২৬. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? – পামির মালভূমি।
২৭. কাকে ভূস্বর্গ বলা হয়?
– কাশ্মীরকে।
২৮. শ্বেত হস্তির দেশ নামে পরিচিত?
– থাইল্যান্ড।
২৯. কোন নগরকে গোলাপি শহর বলা হয়?
– জয়পুর।
৩০. স্বর্ণ নগরী বলা হয় কোন নগরীকে?
- জোহান্সবার্গ।