- শিক্ষা
- জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার দাবিতে সমাবেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার দাবিতে সমাবেশ

নগরীর চকবাজার গুলজার মোড়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ - সমকাল
চট্টগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সংকট নিরসনে পর্যাপ্ত ক্লাসরুম নির্মাণ, শিক্ষক নিয়োগ, আবাসন-পরিবহন সংকট নিরসন ও আসন্ন জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে নগরীর চকবাজার গুলজার মোড়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় চরম সংকটে ভুগছে। লাখ লাখ শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পুরণের কথা থাকলেও ক্রমশঃ তা মানহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নানাবিধ সংকটে জর্জরিত এবং সরকার বা প্রশাসনের অবহেলায় পর্যবসিত। পর্যাপ্ত ক্লাসরুমের অভাবে চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোর স্বনামধন্য কলেজগুলোতেও বছরে ৭০ থেকে ৮০ দিনের বেশি ক্লাস নেওয়া সম্ভব হয় না। শহরের বাইরে কলেজগুলোর আরও করুণ দশা।
বক্তারা বলেন, বেশিরভাগ অনুষদে পর্যাপ্ত শিক্ষক নেই, ক্লাসরুম নেই, নেই শিক্ষার অপরিহার্য আয়োজন। পরীক্ষার হল না থাকায় ক্লাসরুমগুলোতে পরীক্ষা নিতে হয়, বন্ধ রাখতে হয় পাঠদান কার্যক্রম। ফলে প্রাইভেট নির্ভর শিক্ষায় পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।
বিক্ষুব্ধ নেতারা বলেন, অনেক দিন ধরে চট্টগ্রামে বিভিন্ন কলেজসমূহে পর্যাপ্ত অর্থবরাদ্দের অভাবসহ নানা ঘটনার অজুহাতে কলেজ হোস্টেলগুলো বন্ধ রাখা হয়েছে। বেশিরভাগ কলেজেই শিক্ষার্থীদের আবাসন সংকটের পাশাপাশি পরিবহন সুবিধা নেই। নেই হাফ পাসের কোনো বিধিসম্মত ব্যবস্থা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেখানে প্রতিবছর একজন শিক্ষার্থীর জন্য লাখ টাকা খরচ করার নজির রয়েছে। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জন্য খরচ করা হচ্ছে মাত্র এক হাজার টাকা। যার ফলে উচ্চশিক্ষার খরচ জোগাড় করতে না পেরে অনেক শিক্ষার্থী মাঝপথে ঝড়ে পড়ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সংকটের এই চিত্র দেখলেই বোঝা যায়, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে তা এক ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো জনগণের সামনে তুলে ধরার জন্য নানা কর্মসূচির আয়োজন করে আসছে। কিন্তু সমস্যার দৃশ্যমাণ সমাধান হয়নি এখনও। সমাবেশ থেকে আগামী ৩১ মে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিসহ ৩ দফা দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরারব স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন নেতারা।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেবল পরীক্ষা গ্রহণের কেন্দ্র নয়, প্রকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন। এতে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান উদ্দিন, স্কুলবিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী প্রমুখ। সভা পরিচালনা করেন নগর শাখার সাধারণ সম্পাদক প্রীতম বড়ুয়া।
মন্তব্য করুন