- শিক্ষা
- বুয়েটের প্রাকনির্বাচনী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বুয়েটের প্রাকনির্বাচনী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তির প্রাকনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ‘ক’ ও ‘খ’ দুই শিফটে বুয়েট ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষায় ১৮ হাজার ২২৫ শিক্ষার্থী অংশ নেন।
বুয়েটের ভর্তি পরীক্ষা মূলত ‘প্রাক-নির্বাচনী’ ও ‘মূল ভর্তি পরীক্ষা’ এই দুই ধাপে অনুষ্ঠিত হয়। আগামী ১০ জুন মূল ভর্তি পরীক্ষা লিখিত আকারে ২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে।
বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
প্রাকনির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের প্রথম থেকে তিন হাজারতম পর্যন্ত শিক্ষার্থীকে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে। মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা ২৭ মে’র মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদন সাপেক্ষে নৃগোষ্ঠী কোটায় ন্যূনতম ১২ জন পরীক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা আগামী ২৬ জুনের মধ্যে প্রকাশ করা হবে। এ বছর বুয়েটের ছয়টি অনুষদের ১ হাজার ৩০৯টি আসনে উত্তীর্ণরা ভর্তি হবেন।
মন্তব্য করুন