দেশের সব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গবেষণা, উদ্ভাবন, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতসহ র‌্যাঙ্কিংয়ের যাবতীয় সূচকের তথ্য নিয়মিত প্রকাশের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব তথ্য ইউজিসির বার্ষিক প্রতিবেদনে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর ইউজিসিতে অনুষ্ঠিত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা বিষয়ে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন এ আহ্বান জানান।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যালোচনা ও বার্ষিক প্রতিবেদনের তথ্যের মাধ্যমে বিভিন্ন সংস্থা বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর র‌্যাঙ্কিং করে থাকে। এজন্য বার্ষিক প্রতিবেদন তথ্যসমৃদ্ধ, নিয়মিত হালনাগাদ ও ওয়েবসাইট স্মার্ট করা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়গুলোকে অটোমেশনের আওতায় নিয়ে আসা ও স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে ইউজিসি কাজ করছে বলেও তিনি জানান।

বুধবার ইউজিসিতে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের ৫৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বার্ষিক প্রতিবেদন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউজিসির গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউজিসি সচিব ফেরদৌস জামান।

তিনি জানান, দেশে এখন দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও একটি বিদেশি বিশ্বদ্যিালয়ের শাখা ক্যাম্পাস স্থাপিত হয়েছে। আরও বেশ কিছু বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে।

ইউজিসি গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক শাহীন সিরাজের সঞ্চালনায় কর্মশালায় বার্ষিক প্রতিবেদন ও তথ্য ছক পূরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইউজিসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও বিশ্বনাথ বিশ্বাস।