- শিক্ষা
- সমকালের চবি প্রতিনিধি মারজানের মা আর নেই
সমকালের চবি প্রতিনিধি মারজানের মা আর নেই

দৈনিক সমকালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি মারজান আক্তারের মা মমতাজ বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৯ বছর।
আজ বুধবার সকাল ছয়টায় তিনি মারা যান। মৃত্যুকালে স্বামী, তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।
আজ বাদ আছর চট্টগ্রাম নগরীর খুলশীস্থ সর্দার বাহাদুর মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে আমবাগান ভাঙানপুল মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মমতাজ বেগম ব্যবসায়ী মোস্তফা কামালের স্ত্রী। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মেখরারচর গ্রামে। কর্মসূত্রে তারা নগরীর আমবাগান ভাঙানপুল এলাকায় দীর্ঘদিন বসবাস করে আসছেন।
মারজান আক্তারের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমকাল সম্পাদক আলমগীর হোসেনসহ সমকাল পরিবার।
মন্তব্য করুন