- শিক্ষা
- আত্মহত্যা রোধে ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশ জরুরি
ঢাবিতে মানসিক স্বাস্থ্য সেমিনার
আত্মহত্যা রোধে ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশ জরুরি

সাধারণত অর্থনৈতিক দীনতা, পড়াশোনার ব্যর্থতা, দাম্পত্য কলহ, সম্পর্কের জটিলতা, প্রত্যাশা আর প্রাপ্তির ঘাটতি প্রভৃতি কারণে আত্মহত্যা বাড়ছে। তবে এসব সমস্যা নিয়েও অনেকে টিকে থাকেন। মানসিক শক্তি ও ব্যক্তিত্ব এটি তৈরি করে দেয়। তাই আত্মহত্যা রোধে ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশ ঘটানো জরুরি।
বৃহস্পতিবার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করি: আত্মহনন থেকে দূরে থাকি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ছাত্র-নির্দেশনা ও পরামর্শ দান দপ্তরের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধে জাতীয় মানসিক স্বাস্থ্য ইউনিটের মনোরোগ বিশেষজ্ঞ হেলাল উদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশে আত্মহত্যার চেষ্টাকে ধর্মীয় এবং আইনিভাবে অপরাধ হিসেবে ধরা হয়। ফলে অনেকেই এসব বিষয় অন্যের সঙ্গে শেয়ার করতে চান না। কাউকে খোলাখুলি বলতে না পারায় মানসিক অবসাদ আরও বেড়ে যায় এবং মানুষ আত্মহত্যার চেষ্টা করে। তিনি বলেন, মানুষের ভেতর থেকে তৈরি হওয়া শক্তি দিয়ে এ সমস্যার উৎপত্তিকে নির্মূল সম্ভব হবে। তাই আত্মহত্যা সমস্যার সমাধান হিসেবে ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশ ঘটানো জরুরি। এ ছাড়াও সামাজিক বন্ধন দৃঢ়করণ, নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুশাসন বাস্তবায়নের মাধ্যমে আত্মহত্যার হার কমানো যেতে পারে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, মানুষকে কাজের মধ্যে রাখা গেলে বিষণ্নতা অনেকটা দূর হয়ে যায়। আমরা যখন সংগীত শুনি, নৃত্য দেখি, তখন আমাদের মধ্যে একটি তাল তৈরি হয়। এসব বিষয়ে সংযুক্তির মাধ্যমেই মানুষ কর্মশক্তি ফিরে পায়; একাকিত্বের মধ্য দিয়ে নয়।
সেমিনারে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী সভাপ্রধান ছিলেন। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উন্নয়ন ও পরিকল্পনা দপ্তরের পরিচালক এ কিউ এম শফিউল আজম, অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার, যুগ্ম মহাসচিব সুভাষ সিংহ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক শাহীন ইসলাম এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার। স্বাগত বক্তব্য দেন ছাত্র নির্দেশনা ও পরামর্শ দান দপ্তরের পরিচালক অধ্যাপক মেহজাবীন হক।
মন্তব্য করুন