- শিক্ষা
- মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর, বিপ্লব সাধারণ সম্পাদক
মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর, বিপ্লব সাধারণ সম্পাদক

ছবি-সংগৃহীত
জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও নূরে আলম বিপ্লবকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সমিতির প্রথম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। এ সময় ৬১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অন্যদেরও নির্বাচিত করা হয়।
সমিতির আহ্বায়ক মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ। সমিতির যুগ্ম আহ্বায়ক অমৃত করণের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, শিক্ষাবার্তার সম্পাদক এএন রাশেদা, সমিতির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, সরদার আবুল বাশার, শাহিনুর আলম খান, বিলাল হোসেন, মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।
মন্তব্য করুন