- শিক্ষা
- প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘রবীন্দ্র উৎসব’
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘রবীন্দ্র উৎসব’

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ‘থার্সডে থ্রাইভার্স’ গ্রুপের উদ্যোগে ‘রবীন্দ্র উৎসব’ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঞ্চায়িত হয় রবীন্দ্রনাথের নাটক ‘রক্তকরবীর’ কিছু দৃশ্য। এ ছাড়াও ছিল কবিতা আবৃত্তি, গান ও নাচের আয়োজন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, ইউনিভার্সিটি এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান, রেজিস্ট্রার মো. রুহুল আমিন, ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. হাবীবুল্লাহ প্রমুখ।
ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের কিছু সাহিত্যানুরাগী শিক্ষার্থী নিজ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত সাহিত্যকর্ম পাঠের পাশাপাশি বিশ্ব-সাহিত্যের চর্চার একটি ক্ষেত্র প্রস্তুত করার সংকল্পে ‘থার্সডে থ্রাইভার্স’ নামে এই সংঘ গড়ে তোলেন। এর প্রধান লক্ষ্য- বাংলা ও ইংরেজি সহ বিশ্ব-সাহিত্যের গুরুত্বপূর্ণ সব সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্মকে সৃজনশীল উপায়ে উদযাপন করা। আর এই প্রক্রিয়াকে বাস্তবায়ন করার জন্য শিক্ষার্থীরা প্রথমেই বেছে নিয়েছে বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে।
মন্তব্য করুন