আগামী ফেব্রুয়ারিতে হতে পারে ডাকসু নির্বাচন: প্রক্টর
নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ২০:৩৮ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ | ২০:৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন ২০২৫ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝিতে দেওয়ার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, আমরা দ্রুত ডাকসু নির্বাচন দিতে চাই। কারণ, আমাদের অনেক শিক্ষার্থী প্রতিনিধি প্রয়োজন হয়। শিক্ষার্থীরাও যেন তাদের প্রতিনিধি নিয়ে আমাদের কাছে আসতে পারেন। ডাকসু একমাত্র প্রাতিষ্ঠানিক প্লাটফর্ম, যেখানে ছাত্রদের বৈধ প্রতিনিধিত্ব থাকে। তারা প্রশাসনের বিভিন্ন বডিতেও থাকেন।
প্রক্টর বলেন, আমরা জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের কথা ভাবছি। সময়টি মাথায় না থাকলে আমরা কোনো কাজ কত দিনে গোছাব, তা ঠিক করতে পারব না।
সাইফুদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চর্চার ধরন কেমন হবে, তা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি অবসরপ্রাপ্ত মো আব্দুল মতিনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নির্বাচন নিয়ে কাজ করছে। ডাকসু নির্বাচনও তাদের ম্যান্ডেটের মধ্যে আছে। এখানে একটা আরেকটার সঙ্গে জড়িত। সে কারণে আমরা তাদেরকে দ্রুত কাজ করতে বলেছি।
তিনি বলেন, ওনারা শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতারা, টিএসসিভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে বসবেন। বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে বসে তারা আমাদের একটি পথ নির্দেশনা দিবেন। সেসব নিয়ে আমরা ডাকসুর বিষয়টি চূড়ান্ত করব।
প্রক্টর আরও বলেন, ডাকসুর বিষয়ে অনেক মতামতও এসেছে। গঠনতন্ত্র নিয়েও অনেক মতামত এসেছে। উপাচার্য এর প্রধান হিসেবে থাকতে পারবেন কী না, দলীয় প্যানেল ব্যবহার করতে পারবে কী না-এভাবে অনেকগুলো ব্যাপার আলোচনায় আছে। আমরা চাই, এগুলো এই কমিটির কাছেও আসুক। আমরা আমাদের ভাবনাটাকে সেকারণে স্পষ্ট করেছি, যেন প্রস্তুতিটা নেওয়া যায়।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ডাকসু
- নির্বাচন