যুক্তরাষ্ট্রের স্ট্যান্টন ইউনিভার্সিটি-বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে চুক্তি
বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ চুক্তি সই হয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ২৩:০৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ | ২৩:০৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যান্টন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে একটি শিক্ষা সমঝোতা চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ চুক্তি সই হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. মো. মাহবুবুল হক (অব.) এবং স্ট্যান্টন ইউনিভার্সিটির বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার আয়শা আক্তার এই সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু এবং স্ট্যান্টন ইউনিভার্সিটির মার্কেটিং এক্সিকিউটিভ মো. ইমন খান উপস্থিত ছিলেন।
এই সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা, নতুন নতুন একাডেমিক উদ্ভাবন, শিক্ষক-শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সহজে পরিবর্তন বা বিনিময় প্রোগ্রাম এবং বিইউর শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তির সুযোগ সৃষ্টি করবে।
বৈশ্বিক শিক্ষার মাধ্যমে বর্তমান চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে আন্তর্জাতিক এই শিক্ষা প্রতিষ্ঠানটির সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যেই এ দুই বিশ্ববিদ্যালয় এই সমঝোতা করেছে।
শিক্ষা সমঝোতা চুক্তি সইয়ের পরে স্ট্যান্টন ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ডেভলপমেন্ট বিষয়ক এক সেমিনারের আয়োজন করে। সেমিনারটি পরিচালনা করেন আয়শা আক্তার।
অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- চুক্তি