- ঈদ আনন্দ
- ‘হারিয়ে যেতে বসা লোকগান সংগ্রহ আমার নেশায় পরিণত হয়েছে'
‘হারিয়ে যেতে বসা লোকগান সংগ্রহ আমার নেশায় পরিণত হয়েছে'

মমতাজ। নন্দিত কণ্ঠশিল্পী। সম্প্রতি প্রকাশ হয়েছে তাঁর গাওয়া নতুন গান ‘সোনার কাঠি রুপার কাঠি’। এ গান ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে–
‘সোনার কাঠি রুপার কাঠি’ গানটি নিয়ে শ্রোতার কেমন সাড়া পাচ্ছেন?
অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমায় এই গানটি প্রকাশ হয়েছে বেশিদিন হয়নি। এরই মধ্যে শ্রোতার ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। গানটিতে মাতৃত্বের গল্প উঠে এসেছে। এতে মা ও সন্তানের গভীর ভালোবাসা এবং গ্রামীণ পরিবেশে বিভিন্ন আচার পালনের দৃশ্য সুনিপুণভাবে তুলে ধরেছেন নির্মাতা।
গানটি এত চমৎকার যে, একবার শুনলে এর সুর মাথায় বারবার ঘুরেফিরে আসে। শুনলাম, ‘মধুর আড্ডা’ নামের একটি রেস্তোরাঁ খুলেছেন?
ঠিকই শুনেছেন। আমার বাবা মধু বয়াতির স্মরণে মানিকগঞ্জের সিংগাইরের জয়মন্টপে ‘মধুর আড্ডা’ নামের রেস্তোরাঁটি খুলেছি। গেল শনিবার স্বল্প পরিসরে এর উদ্বোধন হলেও বড় পরিসরে ঈদের পর হবে গ্র্যান্ড ওপেনিং। মধুর আড্ডায় খাওয়াটাই বড় কথা নয়। সময় কাটানোর জন্য দুই বিঘা জমির ওপর এটি গড়ে তুলেছি। সবাই এখানে এসে আনন্দ-আড্ডায় সুন্দর সময় কাটাতে পারবেন বলে আশা করছি।
অনেক দিন ধরে প্রচলিত গান সংগ্রহ করছেন। সেগুলো নিয়ে সংকলন প্রকাশ করবেন কি?
শিকড়ের গান চিরকালের। এ ধরনের গান নিয়ে শ্রোতার আগ্রহ সবসময়ই বেশি। তাছাড়া হারিয়ে যেতে বসা লোকগান সংগ্রহ আমার নেশায় পরিণত হয়েছে। যেসব লোকগান অনেকে শোনার সুযোগ পাননি, তা নিয়ে একটি সংকলন প্রকাশের ইচ্ছা ছিল অনেক দিন থেকেই। ইতোমধ্যে কাজও শুরু করেছি। গানগুলো খুঁজে পেতেও সময় লাগছে। মমতাজ ফাউন্ডেশন এতে সহযোগিতা করছে।
এখন প্রায় সব সংগীতশিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। এ বিষয়ে আপনি কী ভাবছেন?
আমিও ইউটিউব চ্যানেল খোলার কথা চিন্তা করছি। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। নানা পরিকল্পনা চলছে। চলতি বছরেই হয়তো চ্যানেলের ঘোষণা আসবে।
আসছে ঈদে কোন কোন টিভিতে থাকছেন?
বাংলাভিশনে চাঁদ রাতের অনুষ্ঠান মানে আমার গান, এটি এখন কমবেশি সবাই জানেন। বরাবরের মতো চাঁদরাতে এ চ্যানেলে হাজির হবো। পাশাপাশি বিটিভির আনন্দ মেলায়ও গাইব।
ঈদ উদযাপন করবেন কোথায়?
নিজের নির্বাচনী এলাকার [মানিকগঞ্জ-২] মানুষের সঙ্গেই ঈদের আনন্দ ভাগাভাগি করব। আমার সঙ্গে ঈদের আনন্দে শামিল হতে তারাও অপেক্ষায় থাকেন। এলাকার মানুষের সঙ্গে সময় কাটাতে অন্যরকম প্রশান্তি পাই। এমদাদুল হক মিলটন
মন্তব্য করুন